Tips for Mahalaya 2025

শুভ দিন হলেও মহালয়ায় কিছু কাজ করা থেকে বিরত থাকতে হবে, বদলে কয়েকটি কাজ করলে জীবন সুখের হবে

বেশ কয়েকটি কাজ রয়েছে, যেগুলি মহালয়ার পুণ্য তিথিতে করা উচিত নয়। তা হলে জীবনে অমানিশা নেমে আসে। তেমনই বিশেষ কিছু টোটকা যদি এ দিন পালন করা যায় তা হলে সারা বছর সুখে কাটানো যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৭
Share:

—প্রতীকী ছবি।

২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার মহালয়া। এই পবিত্র দিনে সূচনা হয় দেবীপক্ষের। মহালয়ার তিথি পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করার জন্যও বিখ্যাত। শাস্ত্রমতে, এই দিনটির গুরুত্ব বিশেষ। বেশ কয়েকটি কাজ রয়েছে, যেগুলি মহালয়ার পুণ্য তিথিতে করা উচিত নয়। তা হলে জীবনে অমানিশা নেমে আসে। তেমনই বিশেষ কিছু টোটকা যদি এ দিন পালন করা যায় তা হলে সারা বছর সুখে কাটানো যায়। জেনে নিন এই দিন কী কী করতে হবে এবং কোন কাজগুলি করা যাবে না।

Advertisement

মহালয়ার দিন কোন কাজগুলি করা যাবে না?

১. মহালয়ার দিনটি শুভ হলেও কোনও নতুন কাজ শুরু করার জন্য দিনটি উপযুক্ত নয়। এই দিন কোনও শুভ কাজ শুরু করা থেকে বিরত থাকতে হবে।

Advertisement

২. এই দিন কোনও নতুন জিনিস, বিশেষ করে গাড়ি, বাড়ি প্রভৃতি কেনা উচিত নয়।

৩. মহালয়ার দিন চুল-দাড়ি, নখ কাটা উচিত নয়।

৪. মহালয়ার দিন পূর্বপুরুষদের মন রক্ষার উদ্দেশে অনেকেই তাঁদের ভোগ নিবেদন করে থাকেন। সেই ভোগে কোনও মতেই আমিষ খাবার রাখা যাবে না। নিজেরাও আমিষ আহার গ্রহণ থেকে বিরত থাকতে পারলে ভাল হয়।

৫. এই দিন কেউ যদি আপনার কাছে কোনও রকম সাহায্য চায় তা হলে সেই মানুষকে খালি হাতে ফেরাবেন না। সাধ্যমতো কিছু না কিছু সাহায্য করার চেষ্টা করবেন।

মহালয়ার দিন কী কী করবেন?

১. মহালয়ার দিন বেশি বেলা পর্যন্ত ঘুমোবেন না। এই দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুন।

২. ভোরবেলার সময়কাল তর্পণ করার জন্য শুভ। এই দিন সকাল সকাল খালি পেটে তর্পণ সেরে ফেলুন। তর্পণ করার সময় অবশ্যই সাদা রঙের ধুতি পরুন।

৩. মহালয়ার দিন কোনও পশুপাখিকে খাবার খাওয়াতে পারলে খুব ভাল হয়।

৪. এই দিন সম্ভব হলে বাড়িতে পাঁচ জন বা সাত জন ব্রাহ্মণকে ডেকে খাবার খাওয়ান। এরই সঙ্গে সম্ভব হলে কিছু না কিছু দান করুন।

৫. মহালয়ার দিন সম্ভব হলে দরিদ্র মানুষদের সাধ্যমতো কিছু দান করুন।

৬. এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে পারলে খুব ভাল হয়।

৭. মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশে একটা তামার ঘটিতে কাঁচা দুধ, কালো তিল, আতপ চাল, সাদা ফুল এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির কোনও ফাঁকা জায়গায় ঢেলে দিন। এই কাজটা কোনও জলাশয়েও করা যেতে পারে। পুরুষ হোক বা মহিলা, উভয়েই এই কাজটি করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement