ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
২১ সেপ্টেম্বর, দেবীপক্ষের সূচনাকালে ঘটতে চলেছে মহাজাগতিক ঘটনা। সে দিন ঘটবে বছরের শেষ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। গ্রহণ ঘটাকালীন সূর্যের অবস্থান থাকবে কন্যা রাশিতে। গ্রহণের প্রভাবে সকল রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন ঘটবে। কিন্তু কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে সূর্যগ্রহণের ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছে জ্যোতিষীরা। যদিও এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান নয়। তা-ও কন্যা রাশির অধীনে জন্মগ্রহণকারীদের এই দিন বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করে চলা জরুরি বলে মনে করছেন জ্যোতিষীরা।
কোন কোন দিক দিয়ে কন্যা রাশির চাপ বাড়তে পারে?
মানসিক চাপ: সূর্যগ্রহণের ফলে কন্যা রাশির ব্যক্তিদের মানসিক চাপ বাড়তে পারে বলে বিশ্বাস করা হচ্ছে। কর্মক্ষেত্রে চাপ দেখা দেবে। কোনও সিদ্ধান্ত নিতে গিয়ে হিমশিম খেতে হবে। পারিবারিক ঝামেলা উদ্বেগের কারণ হতে পারে। গ্রহণ চলাকালীন কোনও নির্জন স্থানে একা যাওয়া থেকে বিরত থাকুন। সাবধানে চলাফেরা করা প্রয়োজনীয়।
আর্থিক সঙ্কট: কন্যা রাশির ব্যক্তিদের আর্থিক ক্ষেত্রেও নানা সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে ক্ষতি হয়ে যেতে পারে। তাই এই সময় চেষ্টা করুন কোনও খাতে বিনিয়োগ করা থেকে দূরে থাকতে। ব্যবসা ও কর্মক্ষেত্রে অগ্রগতি প্রায় হবে না বললেই চলে। গ্রহণের দিন কোনও প্রকার আর্থিক লেনদেন করা চলবে না। কোনও বড় ব্যবসায়িক চুক্তি করাও ঠিক হবে না।
সূর্যগ্রহণের দিন কী কী করবেন?
১. মহালয়ার দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। তার পর সূর্যপ্রণাম করুন। সূর্যদেবের কাছে নিজের সমস্ত ভুল স্বীকার করে নিয়ে ক্ষমাপ্রার্থনা করুন।
২. এই দিন অবশ্যই গায়ত্রী মন্ত্র পাঠ করুন।
৩. গ্রহণ চলাকালীন কোনও ধারালো অস্ত্র ব্যবহার করা যাবে না। এই বিষয়ে সতর্ক থাকুন।
৪. এই দিন মাথা ঠান্ডা রেখে কাজ করুন। ঝামেলা এড়িয়ে চলবেন। কোনও পরিস্থিতিতেই মাথা গরম করা যাবে না।