ফাল্গুন মাসে জন্মানো জাতক-জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য

আপনি যদি ফাল্গুন মাসে জন্ম গ্রহণ করে থাকেন তবে আপনার একটা অন্তর্নিহিত ক্ষমতা থাকবেই। আপনার মধ্যে সব কিছু সহজে বুঝতে পারার একটা অসাধারণ শক্তি থাকবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

আপনি যদি ফাল্গুন মাসে জন্ম গ্রহণ করে থাকেন তবে আপনার একটা অন্তর্নিহিত ক্ষমতা থাকবেই। আপনার মধ্যে সব কিছু সহজে বুঝতে পারার একটা অসাধারণ শক্তি থাকবে। যে কোনও বিষয়ে জ্ঞান চট করে আহরণ করে নিতে সক্ষম হবেন।

Advertisement

আপনার মধ্যে উচ্চাকাঙ্খা থাকবে প্রচণ্ড বেশি। যে কোনও বিষয়ে আলোচনা করতে গেলেই সে বিষয়ে সম্যক ধারণা তৈরি করে নিতে আপনি বেশ পটু। তা না হলে, সেই ব্যাপারে কোনও আলোচনাই আপনি করতে রাজি হবেন না।

যে কোনও বিপদে যদি আপনাকে কেউ একবার ডাকে, নিজের সব কাজ ফেলে আপনি ছুটে যাবেন। নিজের যতটুকু সম্ভব দিয়ে সাহায্য করতে পিছপা হবেন না।

Advertisement

বন্ধু ক্ষেত্রে আপনি হবেন বিশ্বস্ত। বন্ধুরা সব কিছু মনের কথা বা গোপন ব্যাপার আপনার সঙ্গে শেয়ার করতে চাইবে। তবে যদি আপনাকে কেউ না ডাকে তবে যেচে উপদেশ দিতে যান না।

আরও পড়ুন: মহিলাদের ঠোঁট দেখে জেনে নিন তাদের স্বভাব ঠিক কেমন

আপনার কাছে সব থেকে গুরুত্বপুর্ণ ব্যাপার হন শৃঙ্খলা। সকল কাজে শৃঙ্খলা মেনে চলতে আপনি খুব পছন্দ করেন। আইন শৃঙ্খলার দিকেও আপনি সতর্ক থাকতে চান। জীবনে কখনওই আইন ভাঙতে দেখা যাবে না আপনাকে।

এক কথায় বলা যায়, মানসিক দিক থেকে সবচেয়ে দুর্বল ও সবচেয়ে শক্তিশালী চরিত্রের লোকেরা এই মাসে জন্ম গ্রহণ করেন। এতে আপনি নিজের বিলাসিতা ও কুঁড়েমিকেও যথেষ্ট প্রশ্রয় দিতে চান। ফলে বিপথগামী হওয়ার সম্ভাবনা আপনার থাকবে বললেই চলে।

আপনি নেশা জাতীয় দ্রব্যে আসক্ত হতে পারেন। সৎ পরিকল্পনাতেও অর্থনাশ হতে পারে। আবার যদি মনে করেন, হঠাৎই সব ছেড়ে দিতেও পারেন।

আপনার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈতমুখিতা। আপনি যদি কাউকে ভালবাসেন তবে তার জন্য সব কিছু করতে পারেন। এবং ভালবাসা পেতেও খুব আগ্রহী থাকেন। ভ্রমণ আপনার প্রিয় জিনিসের মধ্যে একটা।

(অন্নপ্রাশন হোক বা নামকরণ, পঞ্জিকা মতে জেনে নিন এই বছরে অন্নপ্রাশননামকরণের দিনগুলি আমাদের নতুন বিভাগ 'শুভ দিন'- এ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement