আপনার রাশিচক্র অনুসারে চলতি মাসে রবির গোচর ফল জানুন

গোচর বিচার সকল রাশির সকল জাতক-জাতিকার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। মাঘ মাসে রবি গ্রহ মকর রাশিতে অবস্থান করছেন। জন্মরাশিকে সর্বদা প্রথম স্থান ধরে গণনা করে দেখে নিন আপনার রাশিচক্রে রবির অবস্থানকালের ফলাফল

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share:

গ্রাফিক: তিয়াষা দাস

গোচর বিচার সকল রাশির সকল জাতক-জাতিকার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। মাঘ মাসে রবি গ্রহ মকর রাশিতে অবস্থান করছেন। জন্মরাশিকে সর্বদা প্রথম স্থান ধরে গণনা করে দেখে নিন আপনার রাশিচক্রে রবির অবস্থানকালের ফলাফল—

Advertisement

১। জন্ম রাশিতে- জন্ম রাশিতে রবির অবস্থানকালে অশুভ পরিবর্তন, রোগ, শোক, অবনতি প্রভৃতি অশুভ ফল লাভ হয়ে থাকে।

২। দ্বিতীয় স্থানে– চক্ষুরোগ ও হতাশা সূচিত হয় এবং অর্থোপার্জন হ্রাস পায়।

Advertisement

৩। তৃতীয় স্থানে– আয় বৃদ্ধি, ভাগ্যোন্নতি এবং স্বাস্থ্যোন্নতি হয়ে থাকে।

৪। চতুর্থ স্থানে- উদ্যম বা প্রচেষ্টায় বিলম্ব বা ব্যর্থতা, পারিবারিক অশান্তি এবং স্বাস্থ্যের অবনতি প্রভৃতি সূচিত হয়ে থাকে।

৫। পঞ্চম স্থানে- দুশ্চিন্তা, স্বাস্থ্যহানি এবং দণ্ডিত হওয়ার সম্ভাবনা থাকে।

৬। ষষ্ঠ স্থানে- জীবন মানের উন্নতি, আয় বৃদ্ধি, সন্তুষ্টি, কর্মে বা প্রচেষ্টায় সাফল্য প্রভৃতি শুভ ফল লাভ হয়ে থাকে।

৭। সপ্তম স্থানে- রোগ, হঠাৎ পরিবর্তন এবং আর্থিক সমস্যা সূচিত হয়ে থাকে।

৮। অষ্টম স্থানে- ভুল বোঝাবুঝি, দুঃখ, দুর্ঘটনা, শোক এবং পরিপাক যন্ত্রের গোলমাল প্রভৃতি অশুভ ফল লাভ হয়ে থাকে।

আরও পড়ুন: বাস্তু জমির আকৃতি কেমন থাকলে ধনাগম বা ধননাশ হয় জেনে নিন

৯। নবম স্থানে- শত্রুতাজনিত কারণে বিপদ বা ক্ষতি, হতাশা, ক্ষতি এবং স্বাস্থ্যহানি প্রভৃতি অশুভ ফল লাভ হয়ে থাকে।

১০। দশম স্থানে—উচ্চ স্তরের নরনারীর সান্নিধ্য লাভ এবং উদ্যমে বা প্রচেষ্টায় সাফল্য লাভ হয়ে থাকে।

১১। একাদশ স্থানে-- সৌভাগ্য বৃদ্ধি, সম্মান লাভ, স্বাস্থ্যোন্নতি, ব্যবসায়ে লাভ, লটারি এবং জুয়া প্রভৃতিতে লাভ হয়ে থাকে।

১২। দ্বাদশ স্থানে- অযথা ভ্রমণ, হতাশা, জ্বর, দুশ্চিন্তা প্রভৃতি অশুভ ফল লাভ হয়ে থাকে।

বিঃ দ্রঃ— রবি রাশির প্রবেশকালে গোচরফল প্রদান করে। রবি এক মাস পর অন্য রাশিতে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন