কেন বদলাবেন আপনার গৃহ?

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ০০:০২
Share:

বাড়ি তো আপনি করে ফেলেছেন। এখন বাস্তুশাস্ত্রের নির্দেশ অনুযায়ী তাকে তো আপনি ভেঙেচূরে বদলাতে পারবেন না। সে তো প্রায় অসম্ভব। আবার নতুন এক বাড়ি করার ধাক্কা। কিন্তু তা সত্ত্বেও উপায় আছে। ভাঙচূর না করেও কি করে আপনার বাড়িকে বাস্তু দোষহীন অথবা সুখী গৃহকোণে রূপান্তরিত করতে পারেন তারও কিছু সরল বাস্তুবিধি আছে।

Advertisement

কেমন ভাবে? আসুন, তা দেখে নেওয়া যাক:-

১। উত্তর দিক:- গৃহের উত্তর ভাগ যদি দোষপূর্ণ হয় তা হলে ওই দিকে কুবের যন্ত্র প্রতিষ্ঠা করুন। উত্তর দিকের দেয়ালে হনুমানজির ছবি টাঙালেও দিক দোষ মুক্ত হওয়া যায়।

Advertisement

২। ঈশান কোণ:- গৃহের ঈশান কোণ দোষযুক্ত হলে ওই কোণে স্ফটিকের শিব বা লক্ষ্মীমূর্তি স্থাপন করুন। ঈশান কোণে সর্বদা আলোকিত রাখা উচিত। এর জন্যে সর্বদা সেখানে নিওন বাতি বা বাল্ব জ্বালিয়ে রাখুন। মনে রাখবেন, গৃহের ঈশান কোণ সব সময় পরিচ্ছন্ন রাখা উচিত।

বাস্তুশাস্ত্রের কোনও জাত নেই। বাস্তু হল স্থাপত্যের কলা ও বিজ্ঞান। বাস্তু যে মানবে ফল তারই। কারণ বাস্তু উপদেষ্টা বিশ্বকর্মা বলেছেন এ শাস্ত্র সকল মানবের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement