কেতুর গ্রহ দোষ নিবারণের উপায়

দেখে নেওয়া যাক কেতুর দোষ নিবারণের উপায়।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share:

গোচরে বা জন্মকুণ্ডলীতে কেতু গ্রহের প্রতিকূলতায় তার শান্তি করিয়ে প্রসন্নতা লাভ করানো প্রয়োজন। গ্রহদোষ নিবারণের জন্য প্রয়োগগুলি যদি নিষ্ঠাপূর্বক বিধি মেনে অন্ততপক্ষে দুই/তিন মাস ধরে নিয়মিত করা যায় তবে সুফল লাভ করা সম্ভব।

Advertisement

এখন দেখে নেওয়া যাক কেতুর দোষ নিবারণের উপায়।

১। গণেশ উপাসনা করতে হবে। গণেশ চতুর্থী ব্রত রাখতে হবে।

Advertisement

২। কপিল গাই দান করতে হবে। কান ছিদ্র করতে হবে। ঘরে কুকুর পুষতে হবে।

৩। কালো ও সাদা তিল বহমান জলে ভসিয়ে দিতে হবে। তিল, লেবু, কলা দান করতে হবে।

৪। চরিত্র ঠিক রাখত হবে।

৫। কুকুরকে রুটির টুকরো দিতে হবে।

৬। ক্যাটস্ আই পঞ্চধাতুর আংটিতে লাগিয়ে কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করতে হবে।

মন্ত্র- ওঁ হ্রীং ঐং কেতবে। জপ সংখ্যা ২২ হাজার বার।

গায়ত্রী-ওঁ গদাহস্তায় বিদ্মহে অমৃতেশায় ধীমহিঃ তন্নঃ কেতুঃ প্রচোদয়াৎ।

আরও পড়ুন: বাড়ির প্রবেশদ্বার, সিঁড়ি ও জানালা বাস্তু মতে কেমন থাকলে গৃহস্থের মঙ্গল

প্রণাম- ওঁ পলালধূমসঙ্কাশং তারাগ্রহবিমর্দকম্। রৌদ্রং রোরৌদ্রাত্মকং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহং।

ইষ্টদেবতা- ধূমাবতী।

ধারণ রত্ন- ক্যাটস্ আই।

ধূপ- মধুযুক্ত দারুচিনি।

বার- শনি/মঙ্গলবার।

প্রশস্ত সময়- সন্ধ্যাবেলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন