জন্মছক দেখে কী করে বুঝবেন আপনার বাস্তু দোষ আছে কি না

দেখে নেওয়া যাক আপনার জন্মছক দেখে কী করে বুঝবেন আপনার বাস্তু দোষ আছে কি না

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share:

সকলেরই ইচ্ছে থাকে নতুন বছরে ভাল কিছু করার। কিন্তু অনেক সময়ই দেখা যায় বছর কেটে গেলেও তা পূর্ণ হয় না। এটা নিজের ভাগ্যের কারণেও হতে পারে, আবার বাস্তুর কারণেও হতে পারে। অনেক সময়েই দেখা যায় কোনও ব্যক্তির জন্মছকে নতুন বছর শুভ। তার ছক অনুযায়ী সেই বছরে গৃহ ও বাহন যোগ আছে। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল তা বাস্তবায়িত হল না। কেন? তা হলে কি জ্যোতিষশাস্ত্র ভুল? না। কারণ তিনি যে বাড়িতে বাস করেন তাতে বাস্তু সমস্যা থাকায় ভাগ্য সঙ্গ দিলেও বাস্তুজনিত সমস্যা তাকে সেই অবস্থায় পৌঁছতে। তাই নতুন বছরে প্রথমেই দেখে নিন আপনার বাড়ির বাস্তু সমস্যা রয়েছে কিনা। যদি থাকে, তা হলে বাস্তু সমস্যামুক্ত করে নিন। তা হলেই আপনার উন্নতি ও স্বপ্ন পূরণ হবে।

Advertisement

এখন দেখে নেওয়া যাক আপনার জন্মছক দেখে কী করে বুঝবেন আপনার বাস্তু দোষ আছে কি না—

১। যদি কেতু চতুর্থে বা চতুর্থ পতির সঙ্গে যুক্ত হয়।

Advertisement

২। চতুর্থ পতি দুঃস্থানে (৬,৮,১২) থাকলে।

৩। চতুর্থে যদি শনি ও রাহু থাকে।

৪। চতুর্থে যদি শনি ও মঙ্গল যুক্ত হয়।

৫। চতুর্থে যদি রাহু ও মঙ্গল যুক্ত থাকে।

আরও পড়ুন: দাঁতের গঠন বলে দেয় আপনি কেমন মানুষ

৬। চতুর্থে যদি শনি এবং মঙ্গল যুক্ত হয়।

৭। চতুর্থে যদি বাহু ও চন্দ্র এক সঙ্গে থাকে।

তা হলে অবশ্যই বুঝবেন বাস্তু দোষের সমস্যা সৃষ্টি হয়েছে। যদি কেতু/শনি অশুভ গ্রহের সাথে চতুর্থ ভাবে বা চতুর্থ পতির সঙ্গে যুক্ত হয় তবে বুঝবেন আপনার বাড়ি দীর্ঘ দিনের পুরানো (৫০-৬০ বছর আগের)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement