কী ভাবে জানবেন সঙ্গীর মনের কথা (তৃতীয় পর্ব)

প্রথম দুই পর্বে আমরা দেখেছি কী ভাবে ভাগ্যাঙ্ক বের করে সঙ্গীর মনের কথা জানা সম্ভব। ১ থেকে ৬ পর্যন্ত ভাগ্যাঙ্কের ক্ষেত্রে কী ফলাফল, তা-ও দেখানো হয়েছে। এ বার দেখে নেওয়া যাক ৭ থেকে ৯ ভাগ্যাঙ্কের ক্ষেত্রে কেমন ফল পাওয়া যায়।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৬ মে ২০১৯ ০০:০০
Share:

প্রথম দুই পর্বে আমরা দেখেছি কী ভাবে ভাগ্যাঙ্ক বের করে সঙ্গীর মনের কথা জানা সম্ভব। ১ থেকে ৬ পর্যন্ত ভাগ্যাঙ্কের ক্ষেত্রে কী ফলাফল, তা-ও দেখানো হয়েছে। এ বার দেখে নেওয়া যাক ৭ থেকে ৯ ভাগ্যাঙ্কের ক্ষেত্রে কেমন ফল পাওয়া যায়।

Advertisement

ভাগ্যাঙ্ক ৭

প্রেমিক হিসাবে: নিজের মতামত সঙ্গীর ওপর চাপিয়ে দেয়। সাংসারিক সুখ-শান্তি নিয়ে চিন্তা করে। এরা উদার হয় ও চট করে সবাইকে বিশ্বাস করে। এরা বেড়াতে যেতে ও ছুটি কাটাতে খুব পছন্দ করে।

Advertisement

আরও পড়ুন : বাড়ির এই সব জায়গায় ডাস্টবিন রাখবেন না, অর্থ কষ্ট হতে পারে

প্রেমিকা হিসেবে: খুব সামান্যতম বিষয় নিয়ে বেশি মাথা ঘামানোর প্রবণতা থাকে। নিজের আবেগকে চট করে প্রকাশ করে না। এরা চায় সবসময় প্রেমিক তার খেয়াল রাখুক। এদের রাগ খুব মারাত্মক আকার ধারণ করে।

ভাগ্যাঙ্ক ৮

প্রেমিক হিসাবে: সঙ্গীর প্রতি আকর্ষণ থাকা সত্ত‌্বেও এরা সংসারের প্রতি উদাসিন হয়। এরা জীবনে অনেক মানসিক আঘাত পায়। জন্মছক শুভ হলে জীবনে প্রবল উন্নতি করে।

প্রেমিকা হিসাবে: গৃহস্থালির সমস্ত কাজ খুব ভাল ভাবে পালন করে। সবার মধ্যে থেকেও এদের মধ্যে একাকিত্বের অনুভূতি বিরাজ করে। এদের মধ্যে নার্ভাসনেস থাকার জন্য জীবনে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়।

ভাগ্যাঙ্ক ৯

প্রেমিক হিসাবে: দাম্পত্য জীবনে শারীরিক দিকটিকে বেশি গুরুত্ব দেয়। পারিবার-পরিজনকে খুব ভালবাসে। হঠাৎ রোগের কারণে দাম্পত্য জীবনে বা প্রেমে অশান্তির ছায়া নেমে আসে। সাহস ও কর্মতৎপরতা থাকে।

প্রেমিকা হিসাবে: উচ্চকাঙ্ক্ষী ও আদর্শ স্ত্রী হয়। এদের বুদ্ধিদীপ্ত কথাবার্তার জন্য সমাজে জনপ্রিয়তা লাভ করতে পারে। সাফল্য লাভের পথে যা কিছু বাধা এসে দাঁড়াক না কেন তা ঠিক অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছবার যোগ্যতা রাখে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন