রাশিচক্রে এই যোগ থাকলে প্রচুর সম্পত্তির মালিক হওয়া যায়

আমাদের রাশিচক্রে প্রচুর যোগের উল্লেখ রয়েছে। তার মধ্যে কোনও যোগ খুব শুভ, আবার কোনওটা অশুভ। কোনও যোগের ফল খুব ভাল, আবার কোনও যোগের ফল মারাত্মক।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৫ মে ২০১৯ ০০:০০
Share:

আমাদের রাশিচক্রে প্রচুর যোগের উল্লেখ রয়েছে। তার মধ্যে কোনও যোগ খুব শুভ, আবার কোনওটা অশুভ। কোনও যোগের ফল খুব ভাল, আবার কোনও যোগের ফল মারাত্মক।

Advertisement

তেমনই একটি যোগ হচ্ছে শুভ লক্ষ্মী যোগ বা ধন যোগ। এই যোগ সাধারণত যাঁর রাশিচক্রে থাকে তাঁর ভাগ্য সব সময় তুঙ্গে অবস্থান করে।

দেখে নেওয়া যাক গ্রহের কোন অবস্থানে এই যোগ সৃষ্টি হয়:

Advertisement

লগ্নপতি অর্থাৎ আপনার লগ্ন রাশির অধিপতি ত্রিকোণে অর্থাৎ পঞ্চম ভাবে বা নবমে অর্থাৎ ভাগ্য ভাবে বা সন্তান ভাবে যদি অবস্থান করে এবং তার সঙ্গে একাদশপতি অর্থাৎ আয়পতির দৃষ্টি যদি ধন স্থানে থাকে এবং দ্বিতীয়ে কোনও শুভ যোগের দৃষ্টি থাকলে এই যোগের সৃষ্টি হয়।

এ বার দেখে নিই এই যোগ থাকলে জাতকের জীবনে ঠিক কী কী হয়:

• এই শুভ লক্ষ্মী যোগ বা ধন যোগ থাকলে জাতক জীবনে অত্যন্ত ভাগ্যবান ও প্রতিভাবান হন। তা ছাড়া প্রচুর অর্থের অধিকারী হন।

• যে কোনও কাজে এঁরা নিজের প্রতিভা ফুটিয়ে তুলতে সক্ষম হন এবং সব কাজে দক্ষ হন।

• এঁরা এতটাই ভাগ্যবান হন যে, যে কোনও ভাবে প্রচুর সম্পত্তির মালিক হতে পারেন।

আরও পড়ুন: বার অনুযায়ী নিদির্ষ্ট দিনেই কাজটি করতে হয় (শেষ অংশ)

• শুধু দেশে নয়, দেশের বাইরেও এঁদের নাম যশ ও সুখ্যাতি ছড়িয়ে পড়ে। নানা রকম কাজে পারদর্শী হন।

• এঁরা খুব বাকপটু। এর ফলে অন্যরা এঁদের কথায় খুব তাড়াতাড়ি মুগ্ধ হয়ে যান। কথার দ্বারা সকলের মন জয় করতে পারেন এঁরা। তা ছাড়া কথার মাধ্যমে যে কোনও কঠিন কাজ সরল ভাবে করে ফেলতে সক্ষম এঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement