আষাঢ় মাসে কর্কট রাশির কর্ম এবং আয়

কর্কট চতুর্থ রাশি। রাশি অধিপতি চন্দ্র। বর্তমান আষাঢ় মাসে কর্কট রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে কেতু। সপ্তম ঘরে শনি (বক্রী) এবং বৃহস্পতি (বক্রী) অবস্থান করছে। নবমে অবস্থান করছে মঙ্গল। একাদশে অবস্থান করছে শুক্র। দ্বাদশ ঘরে অবস্থান করছে বুধ (বক্রী) রাহু এবং রবি।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৪ জুন ২০২০ ০০:০৫
Share:

কর্কট চতুর্থ রাশি। রাশি অধিপতি চন্দ্র। বর্তমান আষাঢ় মাসে কর্কট রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে কেতু। সপ্তম ঘরে শনি (বক্রী) এবং বৃহস্পতি (বক্রী) অবস্থান করছে। নবমে অবস্থান করছে মঙ্গল। একাদশে অবস্থান করছে শুক্র। দ্বাদশ ঘরে অবস্থান করছে বুধ (বক্রী) রাহু এবং রবি।

Advertisement

মাসের মধ্য ভাগে (১ জুলাই থেকে) বৃহস্পতি বক্রী গমনে অবস্থান করবে ষষ্ঠ ঘরে। বৃহস্পতি ও কেতুর অবস্থানের ফলে ষষ্ঠ ক্ষেত্রে পরিবর্তন আসবে। পরিবর্তন শুভ বা অশুভ হবে, তা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে জন্মকালীন গ্রহের অবস্থানের উপর। রবি বুধ, রবি রাহু, রাহু বুধ, বৃহস্পতি কেতুর অবস্থান কিছু শুভ যোগ এবং অশুভ দোষ সৃষ্টির কারণ। গ্রহদের দৃষ্টির ফল মিশ্র। বৃহস্পতির রাশি পরিবর্তনের (১ জুলাই) পরে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আশা করা যায়।

আরও পড়ুন: আষাঢ় মাসে জন্মানো ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট কেমন হয়

Advertisement

মঙ্গল কর্কট রাশির পঞ্চম এবং দশম পতি। নবমে অবস্থানের কারণে শিক্ষা, সন্তান, পেশা (চাকুরি বা ব্যবসা) ক্ষেত্রে পরিবর্তন লক্ষণীয়। একটা কথা বলা খুবই প্রয়োজন। কর্কট রাশির যোগকারক গ্রহ মঙ্গল (যখন কোনও গ্রহ একইসঙ্গে কেন্দ্র এবং ত্রিকোণ রাশির অধিপতি হয় সেই গ্রহকে যোগকারক গ্রহ বলে)। শাস্ত্র মতে যোগকারক গ্রহ বিশেষ শুভ ফল দান করে থাকে। এই গ্রহের শুভ অবস্থান কর্কট রাশিতে বা লগ্নে যাঁদের জন্ম, তাঁদের চূড়ান্ত শুভ পরিবর্তন বা সাফল্য দিতে পারে।

চতুর্থ এবং একাদশ পতি শুক্র, একাদশে অবস্থান করার কারণে আয়, লাভ এবং সম্পর্কের শুভ ফল আশা করা যায়। মঙ্গল এবং শনিদেবকে তুষ্ট করলে শুভ ফল মিলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন