Astrological Tips

ভাগ্যের হাল ফিরবে দ্রুত, বাড়িতে রাখতে হবে নির্দিষ্ট কয়েকটি পশুর ছবি

বাড়িতে কয়েকটি পশুর ছবি ঝোলালে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জেনে নিন কোন সমস্যার জন্য কোন পশুর ছবি ঝোলাতে হবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১১:০৭
Share:

—প্রতীকী ছবি।

আমরা নিজেদের সৌভাগ্য বৃদ্ধি করতে নানা উপায় করে থাকি। অনেক ক্ষেত্রেই সেই উপায়গুলো পালন করে আমরা ভাল ফল পাই। আমাদের ভাগ্য হয়তো কোনও কোনও সময় আমাদের সঙ্গ দেয় না। নানাবিধ সমস্যা জীবনে আসতেই থাকে, যেমন পারিবারিক সমস্যা, দাম্পত্য সমস্যা, আর্থিক সমস্যা ইত্যাদি। যে কোনও সমস্যা সমাধানের জন্যই জ্যোতিষশাস্ত্রে নানা কার্যকরী টোটকার কথা বলা রয়েছে। বাড়িতে কয়েকটি পশুর ছবি ঝোলালে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জেনে নিন কোন সমস্যার জন্য কোন পশুর ছবি ঝোলাতে হবে।

Advertisement

দেখে নেব কোন কোন ছবি ঝোলানো যেতে পারে:

১) দাম্পত্য জীবনে সমস্যা যদি লেগেই থাকে তা-হলে বাড়িতে দুটো হাতি একসঙ্গে রয়েছে সে রকম একটা ছবি লাগান।

Advertisement

২) বাড়িতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করতে চাইলে গরুর ছবি লাগাতে পারেন। এই ছবির প্রভাবে বাড়িতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

৩) অনেক সময় আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে টাকাপয়সা থাকে না, কিন্তু তা-ও খরচ কমে না। নিজের সম্পদ অর্জিত রাখতে বাড়িতে দুটো মাছের ছবি লাগান।

৪) মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে বাড়িতে কচ্ছপের ছবি লাগান। মা লক্ষ্মী যদি এক বার সন্তুষ্ট হয়ে যান তা হলে ভাগ্যের হাল ফিরতে আর বেশি সময় লাগে না।

৫) রাজহাঁসের ছবি ঘরে রাখা অত্যন্ত শুভ। যে ঘরে রাজহাঁসের ছবি থাকে, সেই ঘরে সুখ-সমৃদ্ধি, টাকা-পয়সার অভাব থাকে না।

৬) বাড়িতে সন্তানের সঙ্গে বাবা-মায়ের সম্পর্ক ঠিকঠাক রাখতে একটা গরু তাঁর সন্তানকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই ধরনের ছবি রাখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement