শুধু নুন দিয়েই সম্ভব সংসারে সুখ-সমৃদ্ধি আনা, কী ভাবে জানেন?

নুন যে শুধুমাত্র রান্নায় স্বাদ আনার জন্য ব্যবহার করা হয়, তা নয়। শাস্ত্র মতে নুন আমাদের জীবনে অনেক গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ০০:০০
Share:

নুন যে শুধুমাত্র রান্নায় স্বাদ আনার জন্য ব্যবহার করা হয়, তা নয়। শাস্ত্র মতে নুন আমাদের জীবনে অনেক গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে। নুনের সঠিক প্রয়োগ আমাদের জীবনে সুখশান্তি, সমৃদ্ধি এনে দিতে পারে। বাস্তুদোষ কাটাতে নুনের ব্যবহার করা যেতে পারে। নুনের এই ব্যবহার বিজ্ঞানসম্মতও বটে। এ বার দেখে নিই নুনের কিছু গুণ।

Advertisement

১) দরজার উপরে একটা লাল কাপড়ে কিছুটা লবণ বেঁধে ঝুলিয়ে দিন, তা হলে ঘরে অশুভ কোনও শক্তি প্রবেশ করতে পারবে না।

২) নুনকে শুক্র বা চন্দ্রের প্রতীক হিসেবে মানা হয়। আবার রাহুর প্রতীক হিসাবেও মানা হয়। তাই নুন কখনও কারও হাতে দেবেন না, কিছুর মধ্যে করে দিতে হবে। নুন মাটিতে ফেলাও একদম উচিত নয়।

Advertisement

৩) আর্থিক সমৃদ্ধির জন্য একটা লাল কাপড়ে খানিকটা নুন বেঁধে আলমারিতে বা ক্যাশবাক্সে রেখে দিতে হবে।

৪) রান্নাঘরে যে লবণ ব্যবহার করেন, তা যেন সবসময় মাটি বা কাচের পাত্রে রাখা হয়। প্লাস্টিক, স্টিল বা লোহার পাত্র ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন: টিকটিকি কী ভাবে ভাগ্যের শুভ বা অশুভ বার্তা বয়ে আনে

৫) রান্নায় ব্যবহৃত নুনের মধ্যে গোটা কয়েক লবঙ্গ রেখে দিলে পরিবারের সকলের সঙ্গে সকলের মিল থাকবে এবং সুখ শান্তিও বৃদ্ধি পাবে।

৬) কারও বাড়িতে যদি অশুভ শক্তির প্রভাব বেশি থাকে, তা হলে বাড়ির প্রত্যেকটা জায়গায়, যেমন প্রতিটি ঘরে, বারান্দায়, বাথরুমে, রান্নাঘরে একটি কাচের বা মাটির পাত্র নুন সম্পুর্ণ ভর্তি করে রেখে দিন।

৭) ঘর মোছার সময় এক বালতি জলে কিছুটা নুন দিয়ে ঘর মুছলে ঘর থেকে নেগেটিভ শক্তি অনেক কমে যায়। তবে এই কাজটি রবিবার ও বৃহস্পতিবার বাদ দিয়ে করতে হবে।

৮) স্নানের জলে একটু লবণ দিয়ে স্নান করলে মানসিক চিন্তা বা দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পাওয়া যায়।

৯) বিবাহিত জীবন সুখকর করতে বেডরুমে কিছুটা সন্ধক লবণ রাখতে হবে।

১০) বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে, তা হলে তার মাথার কাছে একটি পাত্রে কিছুটা নুন রাখতে হবে, তা হলে সে ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। তবে সপ্তাহে একবার এই নুন বদলাতে হবে।

বিশেষ দ্রষ্টব্য— মনে রাখতে হবে এই সকল কজে ব্যবহার করা নুন আর অন্য কোনও কাজে ব্যবহার করা যাবে না। সেই নুন কোনও জলাশয়ে ভাসিয়ে দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement