Advertisement
২৬ নভেম্বর ২০২২

টিকটিকি কী ভাবে ভাগ্যের শুভ বা অশুভ বার্তা বয়ে আনে

টিকটিকি যদি আপনার হাতে বা গায়ে পড়ে, তা হলে আপনি কোনও বিষয়ে খুবই সম্মানিত হতে চলেছেন।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৯ ০০:০০
Share: Save:

১) টিকটিকি যদি আপনার হাতে বা গায়ে পড়ে, তা হলে আপনি কোনও বিষয়ে খুবই সম্মানিত হতে চলেছেন।

Advertisement

২) আমরা যখন কথা বলি তখন যদি টিকটিকি শব্দ করে, তা হলে জানতে হবে, সে সময় যে কথাটি আপনি বলছেন তা খুব শীঘ্র ফলতে চলেছে।

৩) খাবার সময় যদি পায়ের ওপর টিকটিকি পড়ে, তা হলে শারীরিক অসুস্থতা বোঝায়।

আরও পড়ুন: সকালে ঘুম থেকে উঠে হাতের তালুর দিকে তাকালে কী হয় জানেন?

Advertisement

৪) টিকটিকি কোনও পোকামাকড় ধরে খাচ্ছে, সে সময় যদি আপনি দেখে ফেলেন, তবে জানবেন আপনার ধনপ্রাপ্তির যোগ আছে। তবে তার সঙ্গে লোকসান হওয়ার যোগও থেকে যাবে।

৫) আপনার মাথায় যদি টিকটিকি পড়ে, তা হলে প্রচুর ধনসম্পত্তি আপনি পেতে চলেছেন।

৬) কোনও গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে যদি দেখা যায় দু’টি টিকটিকি একে অপরের সঙ্গে মারামারি করছে, তা হলে জানবেন, যে কাজের জন্য আপনি যাচ্ছেন তা সফল না-ও হতে পারে।

৭) যদি বাঁ কাঁধে টিকটিকি পড়ে, তা হলে আপনার আয়ু বৃদ্ধি হতে পারে।

৮) যদি ডান কাঁধে পড়ে, তা হলে নতুন জামাকাপড় পাওয়ার যোগ বোঝায়।

৯) ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পেলে গঙ্গাজল ছিটিয়ে ঠাকুরকে উদ্দেশ করে যে কোনও মনষ্কামনা করুন, তা পূর্ণ হবে।

১০) স্বপ্নে যদি টিকটিকির মারামারি দেখেন, তা হলে জানবেন আপনার সামনে কোনও বিপদ আসতে চলেছে।

১১) পুজো করার সময় যদি কোনও টিকটিকি দেখতে পান, তা হলে তা খুব শুভ বলে মানা হয়।

১২) ঘরে যদি মরা টিকটিকি দেখতে পান বা আপনার হাতে যদি ভুল করেও কোনও টিকটিকি মারা যায়, তা হলে অতি শীঘ্র তার সৎকার করতে হবে, অর্থাৎ মাটিতে পুঁতে দিতে হবে। কারণ এটি খুব অশুভ সঙ্কেত।

১৩) খেতে বসে যদি টিকটিকির শব্দ শুনতে পান, তা হলে কোনও সুখবর আসতে চলেছে বা ধন প্রাপ্তি হতে চলেছে।

১৪) দু’টি টিকটিকিকে সঙ্গমরত অবস্থায় দেখলে জানবেন, আপনার মনের মতো কোনও মানুষের সঙ্গে দেখা হতে চলেছে বা আপনার ভাগ্যের উন্নতি ঘটতে চলেছে।

১৫) স্বপ্নে মৃত টিকটিকি দেখলে জানতে হবে যে আপনার সঙ্গে অশুভ কিছু ঘটতে চলেছে বা কোনও অশুভ খবর আসতে চলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.