Advertisement
E-Paper

সকালে ঘুম থেকে উঠে হাতের তালুর দিকে তাকালে কী হয় জানেন?

আমরা সকলেই সকালে উঠে শুভ অশুভত্বের জন্য অনেক কিছু করে থাকি। অনেকেই ইষ্টদেবতাকে স্মরণ করেন। কেউ আবার মা-বাবাকে দর্শন করেন।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০০:০০

আমরা সকলেই সকালে উঠে শুভ অশুভত্বের জন্য অনেক কিছু করে থাকি। অনেকেই ইষ্টদেবতাকে স্মরণ করেন। কেউ আবার মা-বাবাকে দর্শন করেন। কেউ গুরুদেবের ছবি দর্শন করেন। ঘুম থেকে ওঠার পর এই ধরনের নানারূপ ক্রিয়া করে থাকি আমরা। মানুষের জীবন সব সময় এক রকম যায় না। কখনও ভাল কখনও মন্দ। তবে জ্যোতিষশাস্ত্র মতে কয়েকটি নিয়ম বা টিপস অভ্যাস মতো মেনে চললে মন্দ সময়কে অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হয়। আর যদি কিছু না মানা হয়, তা হলে হয়তো খারাপ সময় আরও জেঁকে বসতে পারে। জ্যোতিষশাস্ত্রে এমনই একটি নিয়ম সকালে উঠে হাতের তালুর দিকে তাকানো।

জ্যোতিষশাস্ত্র মতে, সকালে উঠে নিজের হাতের তালুর দিকে তাকানো অত্যন্ত শুভ একটি অভ্যাস। এই অভ্যাস নিয়মিত করার ফলে ভাগ্যর বদল ঘটবেই। এ বার দেখে নেওয়া যাক কী ভাবে এই নিয়মটি পালন করবেন।

আমাদের হাতেই বসবাস করেন আমাদের ইষ্টদেবতা ও আমাদের ভাগ্যের অধিকর্তা সকল গ্রহ। তাই সকালে উঠে হাতের তালুর দিকে তাকালে আমাদের ইষ্টদেবতা ও গ্রহগণ সন্তুষ্ট হন। ফলে আমরা অনেক প্রকার অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাই।

আরও পড়ুন: সাপ বাড়িতে খোলস ছাড়লে তা শুভ না অশুভ

হাতের তালুর দিকে তাকানোর সঠিক পদ্ধতি:

আমাদের দুই হাতের তালুতে জীবন নিয়ন্ত্রণকারী শক্তি থাকে। যেমন, বাঁ হাতে থাকে নেতিবাচক শক্তি ও ডান হাতে থাকে ইতিবাচক শক্তি। তাই দু’টি হাত একত্রে বা এক সঙ্গে অথবা একত্রিত করে তার পরই হাতের তালুর দিকে তাকাতে হবে। তার ফলে ইতিবাচক ও নেতিবাচক দুই শক্তি একত্রে মিলে জীবনকে সঠিক দিকে নিয়ে যাবে এবং জীবন হয়ে উঠবে সৌভাগ্যে পরিপূর্ণ। অশুভ সময় খুব তাড়াতাড়ি কেটে গিয়ে জীবনে নতুন সূর্যের উদয় হবে।

palm Rashi Morning
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy