জন্ম দিন থেকে জেনে নিন আপনার আয় কেমন হবে (প্রথম অংশ)  

অর্থ বলতে আমরা যা বুঝি, প্রকৃত অর্থে তা এক ধরনের প্রাণশক্তি যাকে চোখ দিয়ে দেখা যায় না। এমনিতেই কোনও প্রাণশক্তিকে চোখে দেখা যায় না।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৮ ০০:০০
Share:

অর্থ বলতে আমরা যা বুঝি, প্রকৃত অর্থে তা এক ধরনের প্রাণশক্তি যাকে চোখ দিয়ে দেখা যায় না। এমনিতেই কোনও প্রাণশক্তিকে চোখে দেখা যায় না। যৌন ইচ্ছা, কাম বা ক্রোধ— এ সবই প্রাণশক্তি, যা আমরা চোখে দেখি না, শুধু তার প্রভাব অনুভব করি। টাকা, বা যে কোনও ধরনের মুদ্রা তাই প্রাণশক্তির প্রতীক। আমার কাছে অনেক টাকা আছে মানে, আমি অনেক প্রাণশক্তির অধিকারী হত। বেশি প্রাণশক্তি থাকা মানে বেশি বলশালী হওয়া বোঝায়।

Advertisement

এ বার প্রশ্ন হচ্ছে, সব সংখ্যা বা নম্বর টাকা নামক প্রাণশক্তিকে সমান ভাবে তার দিকে টানতে বা আকর্ষণ করতে পারে না কেন। কারণ এক এক নম্বরের ভাইব্রেশন বা কম্পাঙ্ক এক এক রকম। আবার টাকা নামক প্রাণশক্তি, তারও আলাদা ভাইব্রেশন আছে। যেখানে টাকার কম্পাঙ্ক আর কিছু নম্বরের কম্পাঙ্ক প্রায়ই এক হয়ে যায়। তারা টাকাকে যে ভাবে টানতে পারে, অন্য নম্বর বা সংখ্যা সে ভাবে টানতে পারে না।

আপনার জন্মতারিখ যদি ১৫ অগস্ট, ১৯৪৭ হয়, তবে আপনার মানি সংখ্যা বা নম্বর হবে ৬ এবং ৮।

Advertisement

আরও পড়ুন: জ্যোতিষের চোখে সুখী দাম্পত্য জীবনের জন্য যা প্রয়োজন

এ বার প্রশ্ন, কী ভাবে এই ৬ ও ৮ পাওয়া গেল?

জন্ম তারিখ= ১৫/০৮/১৯৪৭=১+৫+০+৮+১+৯+৪+৭=৩৫=৩+৫=৮

জন্ম দিন=১৫=১+৫=৬

এখানে জন্ম দিনের সংখ্যা ও জন্ম তারিখের সংখ্যা যথাক্রমে ৬ এবং ৮।

এ বার আমরা দেখব অর্থের সঙ্গে নম্বর বা সংখ্যা কী ভাবে জড়িত।

আপনার জন্ম দিন বা জন্ম তারিখ যদি ১ হয়- তবে দ্রুত আপনার কাছে অর্থ আসবে যদি নতুন কিছু করেন বা নতুন কোনও উদ্যোগ নেন। পুরনো কোনও ব্যবসা বা পুরনো কিছু নতুন করে চালাতে গেলে সে ভাবে অর্থ আসবে না। আপনার কাছে অর্থ আসার জন্যে অপেক্ষা করছে শুধু যা একান্ত ভাবে আপনার নিজের নামে বা নিজের প্রচেষ্টায় হয়। যৌথ ব্যবসা বা পার্টনারশিপে কোনও কিছু করলে সে ভাবে অর্থ লাভ করতে পারবেন না। এমনকি স্ত্রীকে সঙ্গে নিয়ে কোনও কিছু করলেও সে ভাবে অর্থ আসবে না।

আপনার জন্ম দিন বা জন্মতারিখের সংখ্যা যদি ২ হয়- এই সংখ্যা অর্থ নামক প্রাণশক্তিকে সে ভাবে নিজের দিকে টানতে পারে না। স্বাধীন কোনও ব্যবসা বা উদ্যোগ আপনি নেবেন না। অর্থ রোজগারের ক্ষেত্রে এই সংখ্যা সে ভাবে শুভ নয়। আপনার উচিত পরের অধীনে চাকরি করা। সেখান থেকে আপনি ভাল রোজগার করতে পারবেন।

আপনার জন্ম দিন বা জন্মতারিখের সংখ্যা যদি ৩ হলে- আপনি খুব সহজেই অর্থকে আপনার দিকে টানতে পারবেন। জন্মগত ভাবে আপনি রোজগেরে। চাকর বা ব্যবসা যা-ই করুন না কেন, আয় আপনার কাছে বেশ সহজ ব্যাপার, এটা আর কেউ না জানুক আপনি বেশ ভাল ভাবেই জানেন। তবে আজীবন আপনার আয় ওঠা নামা করে। এটা হয় কারণ, আপনি প্রচুর খরচ করেন। জমা ও খরচের মধ্যে সমতা রক্ষা করতে পারেন না।

আপনার জন্ম দিন বা জন্মতারিখের সংখ্যা ৪ হলে- সে ভাবে আপনি টাকাকে আপন করতে পারবেন না। টাকাকে চুম্বকের মতো টানতে যে শক্তি থাকা দরকার ততটা আপনার নেই। নানা কারণে টাকা আপনার কাছ থেকে ফসকে বেরিয়ে যাবে। যোগশাস্ত্রে বলে, সাইকিক শরীরে ‘মূলাধার’ নামক চক্রটি যাদের খোলা থাকে তারা সব থেকে বেশি টাকা রোজগার করে। সেই অর্থে ৪ এর জাতক/জাতিকাদের খুব সহজে রোজগার হয় না। এদের অধিকাংশের মূলাধার সে অর্থে খোলা থাকে না। আপনি যদি কোথাও বিনিয়োগ করেন, অবশ্যই শেয়ার বা ফাটকা বাদে, তা হলে প্রচুর আয় করতে পারবেন।

আপনার জন্ম দিন বা জন্মতারিখের সংখ্যা ৫ হলে- আপনার কাছে আয় করা কোনও কঠিন ব্যাপার নয়। আপনি আজীবন প্রচুর আয় করবেন। টাকা আপনার কাছে খোলাম কুচির মতো আসবে। আপনি যত না দৈহিক পরিশ্রম করে টাকা আয় করবেন, তার থেকে কয়েক গুণ বেশি আয় করবেন মানসিকশ্রম দ্বারা। যোগ শাস্ত্র মতে আপনাদের মনিপুরি চক্র খোলা থাকেয় ফলে মৃত্যুকালের আগে অবধি আপনি আয় করে যাবেন। আপনার একটাই দোষ, আপনি না ভেবে প্রচুর খরচ করেন। তাই মাঝে মধ্যে অভাবে পড়বেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন