ঘরের দিক অনুযায়ী ছবি বা মূর্তি রাখার স্থান সম্পর্কে জেনে নিন

আমাদের নিজের অজান্তেই আমরা বাস্তুদোষ করে ফেলি। আসবাবপত্র, বিভিন্ন মুখোশ, ছবি, মূর্তি, এ ছাড়াও অনেক কিছুতে বাস্তুদোষ সৃষ্টি হয়। তাই এসব জিনিস কোনটা কোথায় রাখতে হবে নিম্নে সংক্ষেপে আলোচনা করা হল।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

বর্তমানে বাস্তুশাস্ত্রের ওপর মানুষের নির্ভরতা বেড়েছে। আমাদের সমস্যাবহুল জীবনে বিভিন্ন গ্রহের শুভ ও অশুভ প্রভাব বিস্তার করে তেমনই অশুভ বাস্তুর প্রভাবেও জীবনে উন্নতি ও বাধার সৃষ্টি করে। অনেক সময় দেখা যায়, গ্রহদোষ না থাকলেও জীবনে বাধা বিঘ্ন আসছে। তখন বুঝতে হবে বাসস্থান বা অফিসে বাস্তুদোষ আছে। আমাদের নিজের অজান্তেই আমরা বাস্তুদোষ করে ফেলি। আসবাবপত্র, বিভিন্ন মুখোশ, ছবি, মূর্তি, এ ছাড়াও অনেক কিছুতে বাস্তুদোষ সৃষ্টি হয়। তাই এসব জিনিস কোনটা কোথায় রাখতে হবে নিম্নে সংক্ষেপে আলোচনা করা হল।

Advertisement

(১) দক্ষিণ-পূর্ব দিকটি সম্পদের দিক। ওই দিকে কমলালেবু গাছের ছবি বা শো-পিস রাখলে সেটা সৌভাগ্যের প্রতিক হয়।

(২) কোনও অস্বাভাবিক চেহারার মুখোশ বাড়িতে রাখা ঠিক নয়।

Advertisement

(৩) বাড়িতে কোনও হিংসাত্মক ছবি বা কোনও যুদ্ধের ছবি রাখা উচিত নয়। তাতে বাড়ির সদস্যদের মনে হিংসা ভাব সৃষ্টি হয়।

(৪) বাড়িতে কোনও বিবাহযোগ্য কন্যা থাকলে তার শোওয়ার ঘরের দরজার বাইরের দিকে পিওনি ফুলের ছবি লাগান, ভাল ফল পাবেন।

আরও পড়ুন: বিবাহিত জীবনে চন্দ্রের প্রভাব সম্বন্ধে জেনে নিন

(৫) বাড়ির সদস্যদের সম্পর্কের উন্নতি করতে গোলাপি বা হলুদ রঙের কৃত্রিম ফুল দক্ষিণ-পশ্চিম কোণে রাখতে হবে।

(৬) বিদ্যার্থীদের পড়ার ঘরের উত্তর-পূর্ব কোণএ চারটি স্ফটিক বল টাঙানো খুব শুভ হয়।

(৭) বাড়ির দক্ষিণ দিকে লাল রঙের কোনও ছবি বা লাল রঙের কোনও মূর্তি রাখুন।

(৮) নিজের অফিস থাকলে, সেখানে নিজের ছবি রাখলে, তাতে যশ মান বৃদ্ধি হয়।

(৯) দক্ষিণ দেওয়ালে লাল সুতো দিয়ে ফিনিক্স পাখি ঝুলিয়ে রাখলে গৃহশান্তি হয়।

(১০) বাড়িতে কোনও গলা কাটা বা কোনও শিকারের ছবি একদম রাখা উচিত নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন