কোন আঙুলের কোন পর্ব কি ফল দেয়

হাতের আঙুলকে তিন ভাগ করলে তার প্রতিটি ভাগকে এক একটি পর্ব বলে। কেবল বৃদ্ধাঙ্গুলির দুটি পর্ব আছে। আবার নীচের দাগ-এর কিছু অংশকে তৃতীয় পর্ব বলে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ০০:০১
Share:

হাতের আঙুলকে তিন ভাগ করলে তার প্রতিটি ভাগকে এক একটি পর্ব বলে। কেবল বৃদ্ধাঙ্গুলির দুটি পর্ব আছে। আবার নীচের দাগ-এর কিছু অংশকে তৃতীয় পর্ব বলে।

Advertisement

কোন আঙুলের কোন পর্ব কি রকম ফল দেয় দেখে নেওয়া যাকঃ-

১। চিহ্নিত স্থান ইচ্ছাশক্তি নির্দেশ করে।

Advertisement

২। চিহ্নিত স্থান বিচারশক্তি নির্দেশ করে।

৩। চিহ্নিত স্থান মান অপমান নির্দেশ করে।

৪। চিহ্নিত স্থান পদমর্যাদা ও শারীরিক বল নির্দেশ করে।

৫। চিহ্নিত স্থান মানসিক বল নির্দেশ করে।

৬। চিহ্নিত স্থান ভক্তিভাব নির্দেশ করে।

৭। চিহ্নিত স্থান আর্কষণ ভাব নির্দেশ করে।

৮। চিহ্নিত স্থান তীর্থভ্রমণ বোঝায়।

৯। চিহ্নিত স্থান ঐশ্বর্য ও দারিদ্র অবস্থা নির্দেশ করে।

১০। চিহ্নিত স্থান বিচারশক্তি নির্দেশ করে।

১১। চিহ্নিত স্থান সাধারণ শক্তি নির্দেশ করে।

১২। চিহ্নিত স্থান সাহস ও মনোবল নির্দেশ করে।

১৩। চিহ্নিত স্থান রাজ মন্ত্রীত্ব নির্দেশ করে।

১৪। চিহ্নিত স্থান মানসিক তেজ নির্দেশ করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement