আপনার জন্ম মাস বলে দিতে পারে আপনার কর্মক্ষেত্র কী হতে পারে

আপনার জন্ম তারিখ সঠিক জানা নেই। ফলে কোষ্ঠী তৈরি করতে পারছেন না।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ০০:০০
Share:

আপনার জন্ম তারিখ সঠিক জানা নেই। ফলে কোষ্ঠী তৈরি করতে পারছেন না। আপনার সম্ভাব্য কর্ম সম্বন্ধেও জানতে পারছেন না। চিন্তা নেই, জন্ম মাসটা জানা থাকলেই এই সম্বন্ধে জানা যায়। জন্ম মাস অনুসারে কার কেমন সম্ভাব্য কর্ম হতে পারে দেখে নেওয়া যাক—

Advertisement

বৈশাখ- ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা, ধাতুশিল্প, গহনা, যুদ্ধ সামগ্রী, বিমান চালক, পুলিশ বাসেনা বিভাগের কাজ, খেলোয়াড়, শিকারী, যন্ত্রপাতি সংক্রান্ত কাজ কর্ম, মন্ত্রী, ব্যবসাদার ও উচ্চপদস্থ কর্মচারী।

জ্যৈষ্ঠ- আর্থিক পরামর্শদাতা, শেয়ারের দালাল, চিত্র পরিচালক, শিল্পী, খেলোয়াড়, উচ্চপদস্থ সরকারি বা বেসরকারি কর্মচারী, ব্যবসাদার, গায়ক, কৃষিবিদ্যা বা কৃষক, জনসংযোগ ও বিজ্ঞাপন সংক্রান্ত কাজ।

Advertisement

আষাঢ়- বিক্রয় প্রতিনিধি, জনসংযোগ আধিকারিক, শিক্ষক, লেখক, শিল্পী, অভিনেতা, বৈজ্ঞানিক, উকিল, প্রকাশক, পত্রিকার সম্পাদক, গায়ক, কেরানী, উচ্চপদস্থ কর্মচারী, জ্যোতিষ, তান্ত্রিক, ব্যবসাদার।

আরও পড়ুন: শাস্ত্রমতে শুভ বিবাহের জন্য যা মেনে চলা উচিত

শ্রাবণ- কেরানী, জল জাতীয় পদার্থের ব্যবসাদার, মদ ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ী, নৌঅফিসার, হোটেল ব্যবসায়ী, ক্যাটারার ও বারের মালিক, জামাকাপড়ের ব্যবসাদার, জ্যোতিষ, তান্ত্রিক, প্রসাধনী ব্যবসাদার ইত্যাদি।

ভাদ্র- মন্ত্রী, সরকারি কর্মী, বিচারক, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্থিক কর্মচারী, শেয়ারের দালাল, ব্যবসাদার, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মচারী।

আশ্বিন- সমালোচক, সাংবাদিক, সম্পাদক, জ্যোতিষ ও গুপ্তবিদ্যা বিশারদ, ডাক্তার, ওষুধ ব্যবসায়ী, শিক্ষক, অধ্যাপক, নার্স, উকিল, হিসাব পরীক্ষক বা কর্মচারী, প্রসাধনী ব্যবসা, কাপড়ের ব্যবসা ও ব্যবসাদার।

কার্তিক- চিত্র পরিচালক, অভিনেতা, নায়ক, গায়ক, বাদ্যকার, শেয়ার ব্যবসায়ী, দালাল, ফ্যাশন ডিজাইনার, খেলোয়াড়, সরকারি কর্মচারী, গহনা সংক্রান্ত কর্মচারী, সিনেমা হলের মালিক, গুপ্তবিদ্যা বিশারদ, উকিল, ব্যবসাদার।

অগ্রহায়ণ- শিক্ষক, অধ্যাপক, জ্যোতিষ, বিচারক, উকিল, পুস্তক প্রকাশক, পত্রিকার সম্পাদক, হিসাব পরীক্ষক বা হিসাব সংক্রান্ত কর্মচারী, ডাক্তার, চিত্র সংক্রান্ত কাজকর্ম, উচ্চপদস্থ কর্মচারী, বড় ব্যবসায়ী।

পৌষ- আর্থিক কর্মচারী, কৃষক, মৎসজীবী, গায়ক, শিল্পী, ব্যবসাদার, সরকারি ও বেসরকারি কেরানী, শিক্ষক।

মাঘ- মন্ত্রী, বিভাগীয় প্রধান, রাষ্ট্রপতি, খেলোয়াড়, ইঞ্জিনিয়ার, উচ্চপদস্থ সরকারিকর্মচারী, আবিষ্কারক, ভূবিদ্যা বিশারদ, ইতিহাসবিদ।

ফাল্গুন- বৈজ্ঞানিক, আবিষ্কারক, লেখক, কবি, অধ্যাপক, শিক্ষক, ইঞ্জিনিয়ার, উকিল,আয়কর পরামর্শদাতা, হিসাব পরীক্ষক, সমালোচক, সম্পাদক, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মচারী, শিল্পপতি, তান্ত্রিক, ব্যবসাদার।

চৈত্র- রহস্যময় কাজে যুক্ত, ভাগ্যবক্তা, ধর্মীয় গুরু, ডাক্তার, চর্ম দ্রব্য প্রস্তুতকর্তা, পেট্রল পাম্পের মালিক, হাসপাতালের কর্মী, কারা রক্ষক ও পরিদর্শক, ডাকাত, চোর, ক্রিমিনাল, সাধক, সন্ন্যাসী, ধর্মপ্রচারক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন