Relationship

২০২২ সাল কোন রাশির প্রেম আর বিবাহের ক্ষেত্র শুভ, জানাচ্ছে জ্যোতিষ

নতুন বছর শুরু মানেই মনে উদ্বেগ ও সংশয় সৃষ্টি হওয়া জীবনের সব বিষয় নিয়ে। নতুন বছরে সকলেই চান, বছরটি যেন আনন্দে কাটে। আনন্দ আরও দ্বিগুণ থাকে, যখন নিজের জীবনসঙ্গীকে পাশে পাওয়া যায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২২ ০৮:২৬
Share:

প্রতীকী চিত্র।

নতুন বছর শুরু মানেই মনে উদ্বেগ ও সংশয় সৃষ্টি হওয়া জীবনের সব বিষয় নিয়ে। নতুন বছরে সকলেই চান, বছরটি যেন আনন্দে কাটে। আনন্দ আরও দ্বিগুণ থাকে, যখন নিজের জীবনসঙ্গীকে পাশে পাওয়া যায়। নতুন বছরে কোন কোন রাশির প্রেম এবং বিবাহ যোগ রয়েছে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

Advertisement

মেষ

এই রাশির জাতকদের জন্য খুবই শুভ এবং আনন্দের হতে চলেছে নতুন বছর। জীবনে এখনও যাঁদের প্রেম আসে নি, তাঁদের প্রেমের যোগ রয়েছে প্রবল এবং যাঁরা প্রেমের মধ্যে রয়েছেন, তাঁদের বিবাহ হওয়ার সম্ভবনা। এ ছাড়া বিবাহিত জীবনের যে কোনও সমস্যা এই নতুন বছরে মিটে যেতে চলেছে।

Advertisement

বৃষ

খুব বেশি আশা না করলেও জীবনে প্রেম আসতে চলেছে নতুন বছরে। বিবাহের যোগও রয়েছে দারুণ। এই রাশির জাতকদের মধ্যে যাঁরা প্রেম বা বিবাহ করতে চান, তাঁদের জন্য এই বছর খুবই অনুকূল।

ধনু

নতুন বছর জীবনে অবশ্যই নতুন কাউকে এনে দেবে। প্রেম, বিবাহ— সব যোগ খুবই দৃঢ়। নতুন এবং পুরনো দম্পতি, উভয়ের জন্যই বিবাহিত জীবন এই বছর খুবই ভাল কাটবে।

মকর

বছরের মাঝামাঝি সময়ে এই রাশির জাতক-জাতিকাদের বিবাহ হয়ে যাওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। এ ছাড়া দাম্পত্য জীবনের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। প্রেমের জন্যও ২০২২ খুবই শুভ।

কুম্ভ

এই বছরে যাঁরা প্রেমে জড়িয়ে পড়বেন, তাঁদের সম্পর্ক বেশ পাকাপোক্ত হবে। জীবনসঙ্গীর কাছ থেকে নানা ভাবে সাহায্য পেতে পারেন, নতুন বিবাহিতদের সম্পর্ক আরও জোরালো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন