Budh Gochar October 2025

কর্মক্ষেত্রে বলে বলে গোল দেবেন, ব্যবসাতেও লাভের গুড় ঝরে পড়বে! শুক্রে বৃশ্চিকে বুধের প্রবেশে লাভ হবে পাঁচ রাশির

গ্রহের মতো বুধও নিজস্ব কক্ষপথে সূর্যের চারিপাশে অবিরাম ঘুরে চলেছে। প্রদক্ষিণকালে এই গ্রহও রাশি পরিবর্তন করে। ২৪ অক্টোবর বৃহস্পতিতে প্রবেশ করছে বুধ। দ্রুত গতির গ্রহ হওয়ায় এক রাশিতে বেশি দিন স্থায়ী হবে না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৬:১৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। জন্মছকে বুধের অবস্থান ভাল থাকলে জাতকের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায়। এরই সঙ্গে বুদ্ধি, জ্ঞান, বাচনশক্তি এবং কর্মক্ষমতারও উন্নতি ঘটে। অন্যান্য গ্রহের মতো বুধও নিজস্ব কক্ষপথে সূর্যের চারিপাশে অবিরাম ঘুরে চলেছে। প্রদক্ষিণকালে এই গ্রহও রাশি পরিবর্তন করে। ২৪ অক্টোবর বৃহস্পতিতে প্রবেশ করছে বুধ। দ্রুত গতির গ্রহ হওয়ায় এক রাশিতে বেশি দিন স্থায়ী হবে না। ২৩ নভেম্বর পর্যন্ত বুধ বৃশ্চিকেই থাকবে। তার পর ঘর পরিবর্তন করবে। এই ক’দিন বৃশ্চিক ছাড়া অন্য কয়েকটি রাশির জীবনেও নানা পরিবর্তন দেখা যাবে।

Advertisement

বুধের রাশি পরিবর্তনে কারা লাভবান হবেন?

বৃষ: বৃষ রাশির জন্য বুধের রাশি পরিবর্তন লাভজনক হতে চলেছে। পরিশ্রমের যোগ্য ফল পাবেন। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে, এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। ব্যবসার ক্ষেত্রেও লাভ করতে পারবেন। ব্যক্তিগত সম্পর্কেরও উন্নতি ঘটবে। সংসারে সুখশান্তি বজায় থাকবে।

Advertisement

সিংহ: বুধের রাশির পরিবর্তন সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে সুসময় বয়ে নিয়ে আসবে। কর্মক্ষেত্রে দারুণ উন্নতি করতে পারবেন। আপনার কাজে বস্‌ খুশি হবে। উর্ধ্বতনদের প্রশংসা কুড়োবেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও লাভের মুখ দেখতে পারেন। বিনিয়োগ করে খুব ভাল লাভ করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

তুলা: শত্রুরা তুলা রাশির জাতক-জাতিকাদের বিপদে ফেলার চেষ্টা করতে পারেন কিন্তু সফল হবেন না। বুধের গোচর তুলা রাশির ব্যক্তিদের বিচারবুদ্ধির বৃদ্ধি ঘটাবে। এর ফলে তাঁরা সকল প্রতিকূলতা কাটিয়ে চলতে পারবেন। পেশাক্ষেত্রে সকলকে ছাপিয়ে যাবেন। আপনার কাজে সহকর্মীরা মুগ্ধ হবেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও নিজের বলে লাভ করবেন।

বৃশ্চিক: বৃশ্চিকেই প্রবেশ করছে বুধ। এর ফলে এই রাশির জাতক-জাতিকারা সব দিক থেকে সুফল লাভ করবেন। আপনাদের ব্যক্তিত্বে নানা সুপরিবর্তন আসবে। এর প্রভাব আপনাদের ব্যবহারের উপরও পড়বে। ধৈর্য বৃদ্ধি পাবে। যে কোনও কঠিন সিদ্ধান্ত নিতে সমস্যা হবে না। শান্ত মাথায় যে কোনও কাজ করতে পারবেন। কর্মক্ষেত্রেও দারুণ ফল লাভ হবে।

কুম্ভ: বুধের গোচরে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আর্থিক ক্ষেত্রে দারুণ সাফল্য আসবে। ব্যবসাতেও যেমন লাভ হবে, তেমনই চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও পদোন্নতির সুযোগ পাবেন। ব্যক্তিগত সম্পর্কের জট কেটে যাবে। শুরু হবে মধুর সময়। বহু দিন ধরে চলে আসা কোনও সমস্যা থেকে রেহাই পাবেন। কর্মক্ষেত্রে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের খ্যাতি বৃদ্ধি পাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement