Most Talkative Zodiac Signs

‘কানের পোকা’ নাড়িয়ে দেন, ঘণ্টার পর ঘণ্টা কথা বলেও ক্লান্ত হন না! পাঁচ রাশির ব্যক্তিদের প্রিয় কাজই কথা বলা

পাঁচ রাশির ব্যক্তিদের কাছে কথা বলার মতো শ্রেষ্ঠ কাজ আর হয় না। এঁরা কোনও রকম ক্লান্তি বা বিরক্তি ছাড়া ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যেতে পারেন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৫:০৯
Share:

—প্রতীকী ছবি।

একনাগাড়ে কথা বলে চলা সহজ কাজ নয়। সকলের মধ্যে এই গুণ থাকেও না। বহু মানুষই রয়েছেন যাঁরা দরকারের বেশি কথা বলতে মোটে পছন্দ করেন না। বরং আশপাশে কেউ বেশি কথা বললে বিরক্তই হন। সামাজিকীকরণ বিষয়টা এঁদের কাছে অত্যন্ত ক্লান্তিকর। তবে পাঁচ রাশির ব্যক্তিদের কাছে কথা বলার মতো শ্রেষ্ঠ কাজ আর হয় না। এঁরা কোনও রকম ক্লান্তি বা বিরক্তি ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যেতে পারেন। দরকারে-অদরকারে কথা বলে চলাটা এঁদের অত্যন্ত প্রিয় কাজ। জেনে নিন তাঁরা কারা।

Advertisement

কোন পাঁচ রাশির ব্যক্তিরা কথা বলতে পছন্দ করেন?

মেষ: মনের কথা মুখের উপর বলে দিতে পছন্দ করেন মেষ রাশির ব্যক্তিরা। এঁরা কোনও কথা চেপে রাখতে পারেন না। যা মনে হয় তা-ই বলে ফেলেন। বলার আগে দু’বার ভাবেনও না। কোনও কথা চেপে রাখতে চাইলেও মেষ রাশির জাতক-জাতিকাদের অতিরিক্ত কথা বলার স্বভাব তাঁদের সে কথা চেপে রাখতে দেয় না। কথার স্রোতে যেটা না বলার সেটাও বলেই ফেলেন এঁরা।

Advertisement

মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদের যে কোনও বিষয়ে আগ্রহ অন্যদের তুলনায় বেশি। এঁরা জ্ঞান আহরণের উদ্দেশ্যে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যেতে পারেন। এই রাশির মানুষদের প্রশ্নের শেষ নেই। প্রশ্নের পর প্রশ্ন করে বিপরীত ব্যক্তিকে এঁরা হয়রান করে ফেলেন। কিন্তু তাতেও এঁদের জানার শেষ হয় না। অপর মানুষ বিরক্ত হলেও এঁরা কথা বলা থামান না।

সিংহ: খুব ভাল কথা বলতে পারেন সিংহ রাশির জাতক-জাতিকারা। এঁদের কথার জাদুতে মানুষ সহজেই মুগ্ধ হয়ে যান। এই রাশির ব্যক্তিরা যেমন নিজের ওঠা-পড়ার গল্প অন্যদের শোনাতে ভালবাসেন, তেমনই অপরের জীবনে কী চলছে সেটা জানার আগ্রহও এঁদের ষোলো আনা। পরামর্শদাতা হিসাবেও সিংহ রাশির জাতক-জাতিকাদের উল্লেখযোগ্যতা রয়েছে। এঁরা পরামর্শ দিতে খুব ভালও বাসেন।

কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকারাও কথা বলতে খুব পছন্দ করেন। কার জীবনে কী চলছে না চলছে সেই ব্যাপারে এঁদের প্রচুর আগ্রহ থাকে। সেই নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যেতেও এঁদের কোনও সমস্যা হয় না। এই রাশির ব্যক্তিরা সব কাজ নিখুঁত ভাবে করতে চান। তাই এঁদের কোনও কাজের দায়িত্ব দেওয়া হলে কথা বলে সে ব্যাপারে সবটা ঠিক করে জেনে নিতে চান। যাতে পাছে গিয়ে ভুল না হয়।

ধনু: সকলের সঙ্গে মিলেমিশে চলতে পছন্দ করেন ধনু রাশির ব্যক্তিরা। সকলের সঙ্গে সেধে কথা বলা এঁদের রাশিগত প্রকৃতিতেই রয়েছে। তবে এঁরা যে কেবল নিজেদের আগ্রহের বিষয় নিয়েই কথা বলে যান তা কিন্তু নয়। এই রাশির ব্যক্তিরা অন্যেরা কী নিয়ে কথা বলতে চান সেই বিষয়েও গুরুত্ব দেন। নানা ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করেন ধনু রাশির ব্যক্তিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement