ব্যবসায় উত্থান-পতন থাকবে। সম্পত্তি নিয়ে বাড়ির লোকের সমর্থন এবং আশীর্বাদ পাবেন।
এই সময় কাজে কোনও বড় সমস্যা দেখা দেবে না। ব্যবসায়ীদের জন্য মাসের শুরুটা ভাল। ব্যবসায়িক মহাজনের সঙ্গে তর্ক হতে পারে, তাই এটি মাথায় রাখুন। শিক্ষার্থীদের এই মাসটা পড়াশোনার জন্য ভাল হবে। মাসের শেষের দিকে ব্যবসা কখনও-সখনও একটু খারাপ হলেও মোটামুটি সুষ্ঠু ভাবে চলবে। আত্মীয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে সাবধানি হতে হবে, কারণ বিবাদের যোগ আছে। বন্ধুর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই তাঁর জন্য একটু খরচ করতে হতে পারে।