Moon in Scorpio November 2025

বৃহস্পতিতে বৃশ্চিকে গমন করবে চাঁদ, তৈরি হবে এক বিরল যোগ! সব ক্ষেত্রে শুভ ফল পাবেন তিন রাশির ব্যক্তিরা

আগামী ২০ নভেম্বর চাঁদ রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে গমন করবে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল বর্তমানে বৃশ্চিক রাশিতেই অবস্থান করছে। এর ফলে মঙ্গল ও চাঁদের মধ্যে বিরল এক সংযোগ স্থাপিত হবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৩:৩২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্রে সূর্য ও চাঁদকেও গ্রহ মনে করা হয়। কোনও ব্যক্তির জীবনে এর ফলদানের ক্ষমতার উপর বিচার করে এটিকে গ্রহদের মধ্যে ফেলা হয়েছে। সেই অনুযায়ী বাকি গ্রহগুলির মতো চাঁদও নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিজের রাশি পরিবর্তন করে। চাঁদ হল আবেগ ও সৃজনশীলতার প্রতীক। যে ব্যক্তির জন্মছকে চাঁদ যত শক্তিশালী হবে, উক্ত ব্যক্তির সৃজনশীল দিক তত উন্নত হবে। এরই সঙ্গে আবেগের উপরও ভাল নিয়ন্ত্রণ থাকে। আগামী ২০ নভেম্বর চাঁদ রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে গমন করবে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল বর্তমানে বৃশ্চিক রাশিতেই অবস্থান করছে। এর ফলে মঙ্গল ও চাঁদের মধ্যে বিরল এক সংযোগ স্থাপিত হবে। এই যোগ মহালক্ষ্মী রাজযোগ নামে পরিচিত। এর ফলে তিন রাশির ব্যক্তিরা লাভবান হবেন।

Advertisement

কোন তিন রাশি ভাল ফল পাবে?

কর্কট: এই সময় কর্কট রাশির জাতক-জাতিকাদের কোনও সুপ্ত বাসনা পূরণ হতে পারে বলে মনে করা হচ্ছে। মহালক্ষ্মী রাজযোগ কর্কট রাশির জন্য খুব ভাল সময় নিয়ে আসছে। কর্মক্ষেত্রে অগ্রগতি হবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ভাল ফল পাবেন। শান্তি বজায় থাকবে। সামাজিক সম্মান লাভ করবেন। শারীরিক দিক থেকেও ভাল ফল পাবেন।

Advertisement

বৃশ্চিক: মঙ্গল ও চাঁদের সংযোগ বৃশ্চিক রাশির ব্যক্তিদের জীবনেও খুব সুন্দর সময় নিয়ে আসতে চলেছে। অনেক দিন ধরে চলে আসা দাম্পত্যজীবনের সমস্যা থেকে রেহাই মিলবে। আটকে থাকা টাকা পেয়ে যাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। আর্থিক ক্ষেত্রের দারুণ উন্নতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে সকলে আপনার জয়গান গাইবেন। মর্যাদা, প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

মীন: মহালক্ষ্মী রাজযোগ মীন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ প্রমাণিত হবে। সৌভাগ্য উপচে পড়বে বলে মনে করা হচ্ছে। যে কাজই করবেন, তাতেই সফলতা লাভ হবে। টাকাপয়সার চিন্তা জীবন থেকে বিদায় নেবে। বিনিয়োগ করলে ভাল মুনাফা হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। অবিবাহিতদের জন্য সময়টা একটু বেশিই ভাল হতে চলেছে। বিয়ের কথা পাকা হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement