Numerological Prediction

আটটি তারিখে জন্মানো ব্যক্তিদের মনে কী চলে তা মুখে আনা বারণ, জীবনের তিন অধ্যায় অপরের কাছে মেলে ধরলেই বিপদ!

কিছু মানুষ রয়েছেন যাঁরা নিজেদের সব কথাই সকলকে বলে দেন। তবে সংখ্যাতত্ত্ব মতে বিশেষ কিছু তারিখে জন্মানো জাতক-জাতিকাদের নিজের তিন বিষয় কাউকে বলা উচিত নয়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৮:৩৬
Share:

—প্রতীকী ছবি।

কিছু মানুষ রয়েছেন যাঁরা কথা খুব ভাল গোপন রাখতে পারেন। তেমনই কিছু মানুষ রয়েছেন যাঁরা নিজেদের সব কথাই সকলকে বলে দেন। এঁরা কোনও কথাই নিজেদের পেটে রাখতে পারেন না। সকলের সঙ্গে নিজের সুখ, দুঃখ, রাগ প্রভৃতি সব কিছু ভাগ করে নিলেই শান্তি পান। তবে সংখ্যাতত্ত্ব মতে বিশেষ কিছু তারিখে জন্মানো জাতক-জাতিকাদের নিজের তিন বিষয় কাউকে বলা উচিত নয়। এতে তাঁদেরই ক্ষতি হয়। নজরদোষের কোপে পড়ে সব হারাতে হয়।

Advertisement

কাদের সব কথা সকলের সঙ্গে ভাগ করে নিতে নেই?

যে কোনও মাসের নির্দিষ্ট কিছু তারিখে জন্মানো জাতক-জাতিকাদের নিজের মনের কথা অপরকে জানানো থেকে বিরত থাকতে বলছে সংখ্যাতত্ত্ব। ২, ৩, ১১, ১২, ২০, ২১, ২৯ ও ৩০ তারিখে জন্মানো জাতক-জাতিকাদের কিছু কথা অপরের সঙ্গে ভাগ না করাই উচিত। এতে তাঁদেরই ক্ষতি হয়। এই সকল ব্যক্তির উপর বৃহস্পতির কৃপা থাকে বলে জানাচ্ছে সংখ্যাতত্ত্ব। এঁরা সকলের কথা শোনেন, অপরের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা করেন। সেই প্রকৃতি থেকেই এঁরা নিজেরটাও অপরের সঙ্গে ভাগ করে নিতে যান। কিন্তু এটাই এঁদের জন্য বিপদ হয়ে দাঁড়ায়।

Advertisement

কোন তিন কথা ভাগ করে নেওয়া যাবে না?

১. প্রেম: উপরে বলা তারিখগুলিতে জন্মানো জাতক-জাতিকাদের নিজেদের প্রেমের ব্যাপারে কারও সঙ্গে কথা বলা বা আলোচনা করা ঠিক হবে না বলে জানাচ্ছে সংখ্যাতত্ত্ব। এতে তাঁদের সম্পর্কের উপর কুনজর পড়ার আশঙ্কা বৃদ্ধি পায়। এর ফলে প্রেম তো মসৃণ পথে চলবেই না, এমনকি ভেঙেও যেতে পারে। সম্পর্কে অশান্তির পরিমাণ এত বৃদ্ধি পায় যে সেটিকে বয়ে নিয়ে চলা মুশকিল হয়ে পড়ে। তাই এই ব্যাপারে অপরের সঙ্গে কথা না বলাই ভাল হবে।

২. আয়: এই সকল তারিখে জন্মানো ব্যক্তিদের নিজের আয় সম্বন্ধেও কারও সঙ্গে খোলাখুলি কথা বলা উচিত নয়। অপর ব্যক্তি যতই কাছের হোক, আপনি মাসে কত টাকা উপার্জন করেন সেটা কখনও কাউকে না বলাই ভাল হবে। এতে অর্থভাগ্য দুর্দশাগ্রস্ত হয়ে পড়তে পারে। সর্বদা এ সংক্রান্ত যে কোনও আলোচনা এড়িয়ে চলার চেষ্টা করুন। কেউ যদি জিজ্ঞাসাও করেন, যত টাকা আয় করেন তার থেকে কম অঙ্ক বলুন।

৩. পরিকল্পনা: আপনি আগামী দিনে কী করতে চান, অর্থাৎ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধেও কাউকে জানাবেন না। একান্তই কারও সাহায্যের প্রয়োজন হলে যেটুকু না জানালেই নয়, সেটুকুই জানান। কী করতে চান বা কী করবেন বলে ভাবছেন, সেটা পুরোপুরি কাউকে জানাবেন না। এতে কাজটি ভেস্তে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। সহজেই নজরদোষ লেগে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement