ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
২০২৫ প্রায় শেষের পথে। দেখতে দেখতে নভেম্বর মাস চলে এল। প্রায় সকল মানুষই প্রতি বছরের মতো এই বছরও নানা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। সকলেরই ভাল-মন্দ মিশিয়েই কেটেছে এই বছরটি। কারও ক্ষেত্রে ভালর ভাগ বেশি থাকলেও, কারও জন্য খারাপটাই বেশি ছিল। তবে বছরের শেষ দু’মাসে নানা রকম পরিবর্তন দেখা দিতে পারে বলে বিশ্বাস করা হচ্ছে। চলতি মাসে ঘর ও গতি বদলাবে নানা গ্রহ। এর ফলে সকলের জীবনেই কিছু না কিছু পরিবর্তন আসবে। ডিসেম্বর, এমনকি পরের বছরের শুরুর দিকটাতেও সেই প্রভাবের ফল ভোগ করতে হতে পারে বলে মনে করা হচ্ছে। আট রাশি রয়েছে যাদের এই শেষের দুই মাস খুব ভাল কাটতে চলেছে। সব ক্ষেত্রে সফলতা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তালিকায় কারা আছে জেনে নিন।
কোন আট রাশির নভেম্বর-ডিসেম্বর খুব ভাল কাটবে?
বৃষ: রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষের শেষ দুই মাস খুব ভাল কাটবে। এই রাশির জাতক-জাতিকারা বছরের শুরু থেকে বহন করে আনা নানা সমস্যা থেকে এ বার রেহাই পেতে পারেন বলে মনে করা হচ্ছে। যে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার থাকলে এই সময় নিয়ে নিতে পারেন। প্রেমের ক্ষেত্রেও জটিলতা দূর হবে।
কর্কট: নভেম্বর-ডিসেম্বর মাস দু’টি কর্কট রাশির জাতক-জাতিকাদের খুবই ভাল কাটতে চলেছে। কর্মক্ষেত্রের সমস্ত সমস্যা মিটে যাবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। পরিবারের সঙ্গে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। সাংসারিক অশান্তির হাত থেকেও রেহাই পাবেন। মনের মানুষের সঙ্গে বিয়ে ঠিক হতে পারে।
সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে ২০২৫-এর শেষ দুই মাস সুপরিবর্তন নিয়ে আসছে। কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি করবেন। উচ্চপদস্থ কর্মীরা আপনার কাজে খুশি হবেন। সন্তানের কোনও কাজে গর্বিত বোধ করবেন। সব মিলিয়ে এই দুই মাস আপনাদের আনন্দে কাটবে।
কন্যা: নভেম্বর-ডিসেম্বর কন্যা রাশির ব্যক্তিদেরও খুব ভাল কাটবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। যে কোনও কাজে সফলতা পাবেন। সাংসারিক অশান্তি থেকে মুক্তি মিলবে। বাড়ির সকলে আপনার কাজের প্রশংসা করবেন। বিবাহের যোগ দেখা যাচ্ছে।
তুলা: বছরের শুরু থেকে দাম্পত্যজীবনে হয়ে চলা সকল সমস্যা থেকে রেহাই পাবেন তুলা রাশির জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে কাজের যোগ্য সম্মান পাবেন। পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। পাওনা টাকা শেষ দু’মাসে এসে আদায় হতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও সুপরিবর্তন দেখতে পাবেন।
বৃশ্চিক: ২০২৫-এর শেষ দুই মাস বৃশ্চিক রাশির খুবই ভাল কাটবে। প্রত্যাশার থেকেও বেশি ভাল ফল পাবেন। সব ক্ষেত্রেই উন্নতি করবেন। ভাগ্যের ভোল বদলে যাবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। সেটি আপনাকে পেশার জগতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সংসারে সুখের পরিবেশ বজায় থাকবে।
ধনু: ধনু রাশির ব্যক্তিরা বছরের শেষে এসে সব দিক দিয়ে শুভ ফল লাভ করবেন। এই সময় পছন্দের মানুষকে মনের কথা বলতে পারেন। পজ়িটিভ উত্তর পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যাঁদের বিয়ে হয়ে গিয়েছে, তাঁদের দাম্পত্যজীবনে থাকা সকল সমস্যা দূর হয়ে মধুর সময় কাটবে। পেশার ক্ষেত্রেও দারুণ ফল পাবেন।
মকর: শনির রাশি মকরের জাতক-জাতিকারা সফলতার শিখরে পৌঁছোতে পারেন। বছরের শেষ দুই মাসে আপনাদের পদোন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে। দূরে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। সম্পর্কে মধুর সময় কাটবে। পারিবারিক অশান্তি মিটে গিয়ে সকলে মিলে আনন্দে বছরটি শেষ করতে চলেছেন।