Vastu Tips

বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখা কি অশুভ? এই ছবি রাখার আদর্শ স্থান কোথায়? কী কী নিয়ম পালন করতে হয়?

মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে তাঁর পুজো দিলে যতটা না ভাল ফলপ্রাপ্তি হয়, তার থেকেও বেশি ভাল ফল পাওয়া যায় যদি বাড়িতেই একটা হনুমানের মূর্তি বা ছবি স্থাপন করা যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৩:৪৮
Share:

—প্রতীকী ছবি।

হিন্দু ধর্মে হনুমানজির মাহাত্ম্য সম্বন্ধে আমাদের প্রায় সকলেরই জানা রয়েছে। জীবনের সকল বাধা-বিঘ্ন কাটিয়ে সফলতার পথ উন্মুক্ত করতে সাহায্য করেন হনুমানজি। এ ছাড়া নিয়মিত হনুমান চালিশা পাঠ করলে আমাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। তবে মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে তাঁর পুজো দিলে যতটা না ভাল ফলপ্রাপ্তি হয়, তার থেকেও বেশি ভাল ফল পাওয়া যায় যদি বাড়িতেই একটা হনুমানের মূর্তি বা ছবি স্থাপন করা যায়।

Advertisement

বাড়ির জন্য উপযুক্ত হল পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি। এতে বাস্তুর সকল নেগেটিভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। ভাগ্যের সদ্‌গতি হয়। বাড়িতে এই ছবি বা মূর্তি রাখলে কিছু দিনের মধ্যেই পরিবর্তন লক্ষ করা যায়। তবে সেটি সঠিক উপায় মেনে, সঠিক স্থানে রাখতে হবে। না হলে ভাগ্যের আঁধার কাটবে না।

বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখার নিয়ম:

Advertisement

১. বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি বা মূর্তি আনার সময় খেয়াল রাখবেন সেটিতে যেন হনুমানজির মুখ স্পষ্ট ভাবে বোঝা যায়। পাঁচটি মুখই স্পষ্ট হতে হবে। একটিও ঝাপসা বা ঠিক করে বোঝা না গেলে হবে না।

২. বাড়ির দক্ষিণ দিক পঞ্চমুখী হনুমান রাখার জন্য শ্রেষ্ঠ। কারণ, দক্ষিণ দিকটিকে যমরাজের দিক মনে করা হয়। এই দিকে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে আমাদের মনের নানা ভয় কেটে যায়। আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ঝুঁকিপূর্ণ কাজ করতে বা কঠিন সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হয় না।

৩. সদর দরজাতেও পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো যেতে পারে। এতে বাড়িতে কোনও প্রকার নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না। বাড়ির পরিবেশ সুস্থ থাকে।

৪. পঞ্চমুখী হনুমানের ছবি বা মূর্তিতে কোনও প্রকার ধুলো-ময়লা জমতে দেওয়া যাবে না। সেটিকে সর্বদা পরিষ্কার রাখতে হবে। যে স্থানে ছবিটিকে রাখছেন, সেই জায়গাটিকেও নিয়মিত পরিষ্কার করতে হবে।

৫. শৌচালয় বা শোয়ার ঘরের কাছে পঞ্চমুখী হনুমানের ছবি বা মূর্তি রাখা যাবে না।

৬. ছবি বা মূর্তিটিকে নিয়মিত সকাল ও সন্ধ্যাবেলায় ধূপ দেখাতে হবে। মঙ্গলবার করে এতে কমলা সিঁদুরের টিপ পরানো আবশ্যিক। এরই সঙ্গে যদি ফুল ও নৈবেদ্য দিয়ে পুজো করতে পারেন তা হলে তো খুবই ভাল হয়।

৭. প্রতি দিন স্নানের পর সেই ছবি বা মূর্তির সামনে বসে পঞ্চমুখী হনুমানের মন্ত্র জপ করলে খুব ভাল ফল পাওয়া যায়। এ ছাড়া প্রতি দিন সন্ধ্যায় তাঁর সামনে একটি প্রদীপ জ্বালালেও অত্যন্ত শুভ ফলপ্রাপ্তি ঘটে বলে বিশ্বাস করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement