Astro Remedies

দেবাদিদেবের আরাধনায় শান্ত হবেন শনি! অগ্রহায়ণের অমাবস্যায় শিবলিঙ্গে পাঁচ জিনিস নিবেদনে প্রফুল্ল হবেন গ্রহরাজ

এই মাসের অমাবস্যা তিথি অগ্রহায়ণ অমাবস্যা নামে পরিচিত। এই দিন অনেকে শ্রীবিষ্ণুর আরাধনা করেন। এই বিশেষ তিথিতে শিবের আরাধনা করলেও খুব ভাল ফল পাওয়া যায় বলে বিশ্বাস।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১২:১৭
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন অগ্রহায়ণ মাস চলছে। হিন্দু ধর্মে প্রতিটি বাংলা মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। সেই অনুযায়ী অগ্রহায়ণ মাসটি যে কোনও শুভ কাজ করার জন্য উপযুক্ত বলে মনে করা হয়। এই মাসে মন খুলে দান করলে খুব ভাল ফলপ্রাপ্তি ঘটে বলে বিশ্বাস রয়েছে। এই মাসের অমাবস্যা তিথি অগ্রহায়ণ অমাবস্যা নামে পরিচিত। এই দিন অনেকে শ্রীবিষ্ণুর আরাধনা করেন। এই বিশেষ তিথিতে শিবের আরাধনা করলেও খুব ভাল ফল পাওয়া যায় বলে বিশ্বাস। অগ্রহায়ণ অমাবস্যার দিন বিশেষ পাঁচটি জিনিস শিবলিঙ্গে নিবেদন করলে শনিদেবের কোপ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Advertisement

কবে অগ্রহায়ণ অমাবস্যা?

অমাবস্যা তিথি আরম্ভ–

Advertisement

৩ অগ্রহায়ণ, ১৯ নভেম্বর, বুধবার।

সময়- সকাল ৯টা ৩১ মিনিট।

অমাবস্যা তিথি শেষ –

৪ অগ্রহায়ণ, ২০ নভেম্বর, বৃহস্পতিবার।

সময়- দুপুর ১২টা ১৭ মিনিট।

কোন জিনিসগুলি নিবেদন করতে হবে?

১. কালো তিল: শনিদেবের প্রকোপ থেকে বাঁচতে কার্যকরী কালো তিল। এরই সঙ্গে কোষ্ঠীর ঘরে লুকিয়ে থাকা পিতৃদোষের অশুভ প্রভাব কমাতেও সাহায্য করে এটি। অগ্রহায়ণ অমাবস্যার দিন গঙ্গাজলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে ঢাললে এই দুই সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। জল ঢালার সময় অবশ্যই ‘ওম নমঃ শিবায়’ মন্ত্রটি জপ করতে হবে।

২. শমীপাতা: শমীপাতা শনিদেবের অত্যন্ত প্রিয় জিনিস। যাঁরা শনির সাড়েসাতির কবলে পড়েছেন, তাঁরা এই বিশেষ তিথিতে শিবলিঙ্গে অবশ্যই একটা শমীপাতা অর্পণ করুন।

৩. আখের রস: অনেকেই জানেন না যে শিবলিঙ্গে আখের রস নিবেদন করলে অর্থকষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। অগ্রহায়ণ অমাবস্যার দিন শিবলিঙ্গে আখের রস নিবেদন করুন। সেটা সম্ভব না হলে গঙ্গাজলে আখের গুড় মিশিয়েও নিবেদন করা যেতে পারে। অর্থকষ্ট জীবন থেকে চিরতরে বিদায় নেবে।

৪. বেলপাতা: বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস। এই বিশেষ তিথিতে ১০৮টি বেলপাতা নিয়ে তাতে ‘ওম’ লিখুন। তার পর সেগুলি শিবলিঙ্গে অর্পণ করুন। দাম্পত্যসুখ বৃদ্ধি পাবে। শনিদেবও শান্ত হবেন।

৫. আকন্দফুল: ভোলেবাবা আকন্দফুলও খুব পছন্দ করেন। এই অমাবস্যায় শিবলিঙ্গে অবশ্যই আকন্দফুল নিবেদন করুন। নানা দিক থেকে সুফল পাবেন। শনিদেবও আপনার দিকে সুনজর বর্ষাবেন। জীবনের সকল দুঃখের নাশ ঘটবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement