ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা। সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ চলে আসলে ঘটে সূর্যগ্রহণ। সেই সময় পৃথিবীর উপর চাঁদের ছায়া পড়ে। এর ফলে পৃথিবী থেকে সূর্যকে দেখা যায় না। কিন্তু সূর্যের থেকে চাঁদের আকার ছোট হওয়ায় পৃথিবীর সব জায়গা থেকে এই গ্রহণ দেখা যায় না। সেই কারণে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। কিন্তু তাই বলে যে এর প্রভাব আমাদের উপর পড়বে না সেটা নয়। কিছু মানুষ এর দ্বারা উপকৃত হলেও, কেউ কেউ খারাপ ফল পাবেন। মহালয়ার দিন কন্যা রাশিতে সূর্যগ্রহণ সংগঠিত হবে। এর ফলে যে কন্যা রাশির ব্যক্তিরা খারাপ ফলের ভাগিদার হবেন তা আগেই জানানো হয়েছে। তাঁদের সতর্ক থাকতেও বলা হয়েছে। কন্যা বাদে আরও তিন রাশির ব্যক্তিরা খারাপ ফল পেতে পারেন বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র।
কোন তিন রাশি খারাপ ফল পাবেন?
মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। দুর্ঘটনার সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। ভাগ্যের অবনতি ঘটবে। অনেক পরিশ্রম করেও মনের মতো ফল পাবেন না। মা-বাবার সঙ্গে মতপার্থক্যের ফলে ঝামেলা হবে। সম্পর্কক্ষেত্রেও শান্তি পাবেন না।
তুলা: বিনিয়োগ করে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে তুলা রাশির জাতক-জাতিকাদের। বহু চেষ্টা করেও মনের মতো আয় হবে না। ব্যয়বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে। পরিবারে অশান্তি বৃদ্ধি পাবে। কঠোর পরিশ্রম করেও অবস্থার উন্নতি ঘটানো সম্ভব হবে না। সতর্ক থাকাই ভাল হবে।
মকর: এই বছরের শেষ সূর্যগ্রহণ মকর রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হবে না। কাজের চাপ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে নানা জটিলতার মুখে পড়তে হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয়ে সমস্যা লেগেই থাকবে। কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে সে সকল সমস্যা আরও বড় আকার ধারণ করবে।