ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
শিবের কৃপা লাভের উদ্দেশ্যে আমরা অনেক কিছুই করে থাকি। মহাদেবকে তুষ্ট করা বিশেষ কঠিন কোনও কাজ নয়। মন দিয়ে, নিষ্ঠাভরে তাঁকে ডাকলেই আশীর্বাদ প্রাপ্তি ঘটে। কিন্তু মহাদেবের উপাসনার ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় মাথায় রাখা জরুরি। কেবল সফলতা প্রাপ্তির ক্ষেত্রেই নয়, বাড়িতে অশুভ শক্তির পরিমাণ কমাতেও সাহায্য করেন ভোলেবাবা। শাস্ত্র জানাচ্ছে, মহাদেবের বিশেষ এক মন্ত্র পাঠ করলে এবং কর্পূর সহযোগে কিছু উপায় মানলে শিবের বর লাভ করা যায়। তবে কোনও প্রকার সংশয় রাখলে হবে না। ভক্তি ও আস্থা নিয়ে উপায়গুলি করে যেতে হবে। কিছু দিন পালন করলেই ফল বুঝতে পারবেন।
শিবের মন্ত্র:
প্রতি দিন স্নানের পর শুদ্ধ বসনে ‘ওম নমো শিবায়’ মন্ত্রটি নিজের মনে যত বার সম্ভব জপ করে চলুন। এ ছাড়া রাতে শুতে যাওয়ার আগেও হাঁটু মুড়ে বসে একমনে এই মন্ত্র জপ করতে পারেন। প্রতি দিন শিবের মাথায় জল ঢালা সম্ভব না হলেও শিবের এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। ছোট্ট এই মন্ত্রের যে কি অসীম শক্তি তা সাধারণ মানুষের কল্পনার বাইরে। পর পর কিছু দিন ভক্তিভরে মন্ত্রটি জপ করলেই তফাত বুঝতে পারবেন।
কর্পূরের টোটকা:
বাস্তুর সুস্থতা রক্ষায় কর্পূরের গুরুত্ব অপরিসীম। এ ছাড়া ভোলেবাবার মন্ত্রপাঠের সঙ্গে যদি কর্পূর সহযোগে সহজ কিছু টোটকা পালন করা যায়, তা হলে ভাগ্যের অমানিশা কাটতে বিশেষ সময় লাগে না। কী মেনে চলবেন, দেখে নিন।