Astro Tips

নিয়মিত শিবমন্ত্র জপের সঙ্গে বিশেষ এক জিনিস দিয়ে পালন করুন কিছু উপায়, মন ভাল করে দেওয়া ফল পাবেন

শাস্ত্র জানাচ্ছে, মহাদেবের বিশেষ এক মন্ত্র পাঠ করলে ও বিশেষ এক উপাদান সহযোগে কিছু উপায় মানলে শিবের বর লাভ করা যায়। তবে কোনও প্রকার সংশয় রাখলে হবে না। ভক্তি ও আস্থা নিয়ে উপায়গুলি পালন করে যেতে হবে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১১:৪৬
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শিবের কৃপা লাভের উদ্দেশ্যে আমরা অনেক কিছুই করে থাকি। মহাদেবকে তুষ্ট করা বিশেষ কঠিন কোনও কাজ নয়। মন দিয়ে, নিষ্ঠাভরে তাঁকে ডাকলেই আশীর্বাদ প্রাপ্তি ঘটে। কিন্তু মহাদেবের উপাসনার ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় মাথায় রাখা জরুরি। কেবল সফলতা প্রাপ্তির ক্ষেত্রেই নয়, বাড়িতে অশুভ শক্তির পরিমাণ কমাতেও সাহায্য করেন ভোলেবাবা। শাস্ত্র জানাচ্ছে, মহাদেবের বিশেষ এক মন্ত্র পাঠ করলে এবং কর্পূর সহযোগে কিছু উপায় মানলে শিবের বর লাভ করা যায়। তবে কোনও প্রকার সংশয় রাখলে হবে না। ভক্তি ও আস্থা নিয়ে উপায়গুলি করে যেতে হবে। কিছু দিন পালন করলেই ফল বুঝতে পারবেন।

Advertisement

শিবের মন্ত্র:

প্রতি দিন স্নানের পর শুদ্ধ বসনে ‘ওম নমো শিবায়’ মন্ত্রটি নিজের মনে যত বার সম্ভব জপ করে চলুন। এ ছাড়া রাতে শুতে যাওয়ার আগেও হাঁটু মুড়ে বসে একমনে এই মন্ত্র জপ করতে পারেন। প্রতি দিন শিবের মাথায় জল ঢালা সম্ভব না হলেও শিবের এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। ছোট্ট এই মন্ত্রের যে কি অসীম শক্তি তা সাধারণ মানুষের কল্পনার বাইরে। পর পর কিছু দিন ভক্তিভরে মন্ত্রটি জপ করলেই তফাত বুঝতে পারবেন।

Advertisement

কর্পূরের টোটকা:

বাস্তুর সুস্থতা রক্ষায় কর্পূরের গুরুত্ব অপরিসীম। এ ছাড়া ভোলেবাবার মন্ত্রপাঠের সঙ্গে যদি কর্পূর সহযোগে সহজ কিছু টোটকা পালন করা যায়, তা হলে ভাগ্যের অমানিশা কাটতে বিশেষ সময় লাগে না। কী মেনে চলবেন, দেখে নিন।

  • প্রতি দিন সকাল ও সন্ধ্যায় ভগবানের উপাসনা করার সময় কর্পূর জ্বালান। সেই ধোঁয়া সারা বাড়িতে ছড়িয়ে দিন। বাড়িতে থাকা সমস্ত নেগেটিভ শক্তি কেটে যাবে। এরই সঙ্গে সফলতা প্রাপ্তিতেও সুবিধা হবে।
  • দিনে এক বার হলেও সদর দরজার সামনে অবশ্যই একটা গোটা কর্পূর জ্বালিয়ে রেখে দিন। সেই ধোঁয়া যেন দরজার বাইরে এবং ভিতরে, উভয় স্থানেই ছড়ায় তা খেয়াল রাখতে হবে। নেগেটিভ শক্তি সদর দরজা দিয়েই আমাদের ঘরে প্রবেশ করে বলে জানাচ্ছে শাস্ত্র। সেটিকে আটকাতে কর্পূরের এই টোটকার মতো কার্যকরী আর কিছু হয় না।
  • প্রতি রাতেই ঘুমের মধ্যে দুঃস্বপ্ন হানা দেয়? শান্তি লাভ করতে প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে শিবের মন্ত্র জপ করার সময় একটা কর্পূর জ্বালান। ঘুমও ভাল হবে। প্রশান্তিও লাভ করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement