—প্রতীকী ছবি।
প্রদীপ জ্বালালে যে ঘর কেবল দেখতে সুন্দর লাগে তা নয়, এতে বাড়িতে একটা শুভ পরিবেশও তৈরি হয়। বাড়িতে পজ়িটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। কেবল দীপাবলি নয়, দুর্গাপুজোর পাঁচ দিনও সন্ধ্যাবেলায় বাড়িতে প্রদীপ জ্বালতে পারলে খুব ভাল হয় বলে জানাচ্ছে শাস্ত্র। কিন্তু প্রদীপ জ্বালানোর আগে কিছু জিনিস মাথায় রাখা জরুরি। বিশেষ করে প্রদীপটি জ্বালিয়ে কোথায় বা কোন দিকে রাখা হচ্ছে সেটির উপর অনেক কিছু নির্ভর করে। প্রদীপ জ্বালালে যেমন বাস্তুতে শুভ শক্তির সঞ্চার হয়, তেমনই ভুল দিকে প্রদীপ জ্বালালে লাভের বদলে ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।
কোন জায়গায় প্রদীপ জ্বালানো যাবে না?
বাড়ির দক্ষিণ দিকে কখনও প্রদীপ জ্বালানো উচিত নয়। এতে বাস্তুর ক্ষতি হয় বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। কারণ, শাস্ত্রমতে দক্ষিণ দিক হল যমরাজের দিক। এই দিকে প্রদীপ জ্বালানো বা অন্যান্য কোনও শুভ কাজ করা উচিত নয়। এতে বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। রোগ-ব্যাধি, অর্থাভাব প্রভৃতি মাথাচাড়া দেয়।
বাড়িতে প্রদীপ জ্বালানোর ব্যাপারে কী কী নিয়ম মাথায় রাখবেন?