ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
হিন্দুধর্মে তুলসীর মাহাত্ম্য বিশেষ। তুলসীগাছ হোক বা তুলসীপাতা, দুই-ই আমাদের নানা কাজে লাগে। স্বাস্থ্যের মান ভাল রাখা থেকে পুজোআচ্চার কাজ— সবেতেই তুলসীর গুরুত্ব প্রভূত। বাড়িতে তুলসীগাছ রাখার গুণও অনেক। শাস্ত্রমতে, তুলসী হল বিষ্ণুরই রূপ। তাই সকল হিন্দু বাড়িতেই তুলসীগাছ রাখার নিদান দেওয়া রয়েছে শাস্ত্রে। কিন্তু এই গাছ রাখার ব্যাপারে বিশেষ কিছু জিনিস মাথায় রাখা জরুরি। কারণ, তুলসীগাছ রাখার ব্যাপারে ভুল হলে ঘোর অমঙ্গল হয়ে যেতে পারে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এমন কিছু জিনিস রয়েছে যা তুলসীগাছের কাছে রাখা যায় না। এতে ভাগ্যের অবনতি ঘটে বলে বিশ্বাস করা হয়। জেনে নিন জিনিসগুলি কী কী।
তুলসীগাছের কাছে কোন কোন জিনিস রাখা যাবে না?