Durga Puja Lottery Horoscope

পুজোর পাঁচ দিনের মধ্যে লটারি কেটে ‘ছক্কা হাঁকাবেন’ পাঁচ রাশি! বাকিদের ভাগ্যে কী রয়েছে? খোঁজ দিলেন জ্যোতিষী

লটারিতে পুজোর সময় পুরস্কার পাওয়া যাবে কি না এটা ভেবেই অনেকে লটারি কেটে ফেলেন। তার পর পুরস্কার না পেলে মন তো অবশ্যই ভেঙে যায়। পুজোর সময় মনখারাপ করে থাকার কোনও মানে হয় না। তাই ভাগ্য যাচাই করে নিন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৫
Share:

—প্রতীকী ছবি।

পুজোর সময় নতুন জামাকাপড় কেনাকাটার জন্য আমরা সকলেই প্রস্তুত হই। শুধু যে জামাকাপড় কেনা হয় তাই-ই নয়, আমরা অনেকেই আমাদের প্রয়োজনের নানা জিনিসও কেনাকাটা করে থাকি। অনেকেই পুজোর সময় নিজেদের ভাগ্য যাচাই করে দেখতে চান। সেই আগ্রহে লটারি কাটেন। লটারিতে পুজোর সময় পুরস্কার পাওয়া যাবে কি না এটা ভেবেই অনেকে লটারি কেটে ফেলেন। তার পর পুরস্কার না পেলে মন তো অবশ্যই ভেঙে যায়। পুজোর সময় মনখারাপ করে থাকার কোনও মানে হয় না। তাই ভাগ্য যাচাই করে নিন। কোন কোন রাশির জাতক-জাতিকারা এই বছর দুর্গাপুজোয় লটারিতে পুরস্কার পাবেন তাঁর হদিস দিয়ে দিলেন জ্যোতিষী।

Advertisement

মেষ– মেষ রাশির জাতকেরা পুজোয় সময় লটারি কাটতে পারেন, তবে অর্থপ্রাপ্তি মাঝামাঝি দেখা যাচ্ছে। বিশাল কিছু লাভের আশা নিয়ে লটারি কাটলে দুঃখ পেতে হবে।

বৃষ– পুজোর সময় বৃষ রাশির জাতকেরা মোটেও লটারির দিকে এগোবেন না, অর্থপ্রাপ্তির কোনও যোগ নেই বললেই চলে।

Advertisement

মিথুন– মিথুন রাশির জাতকেরা নিজের ইচ্ছামতো লটারি কাটতে পারেন। খুব ভাল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। এই সুযোগ হাতছাড়া না করাই ভাল হবে।

কর্কট– পুজোর সময় কর্কট রাশির জাতক-জাতিকাদের বিশেষ কোনও অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে না। তবে কম অঙ্কের লটারি কেটে এক বার দেখতে পারেন।

সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে পুজোর শেষের দিনটিতে খুব ভাল অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। তবে প্রথমের দিকে লটারি কাটতে যাবেন না।

কন্যা– পুজোর পাঁচ দিনই কন্যা রাশির ভাগ্যে বেশ ভালই অর্থপ্রাপ্তি রয়েছে। মন চাইলে লটারি কেটে দেখতে পারেন।

তুলা– তুলা রাশির জাতকেরা নিঃসন্দেহে পুজোর সময় লটারি কাটতে পারেন। খুব ভাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক– পুজোর পাঁচ দিনে বৃশ্চিক রাশির জাতকদের লটারির দিকে বেশি না এগোনোই ভাল হবে, অর্থপ্রাপ্তি খুব একটা নেই।

ধনু– ধনু রাশির জাতক-জাতিকারা পুজোর মাঝের দিনগুলিতে লটারি কাটলেও, বাকি সময় লটারির কাছে ঘেঁষবেন না।

মকর– পুজোর সময় মকর রাশির জাতকেরা লটারি কাটতে পারেন, তবে শেষের দিকে একেবারেই নয়।

কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য পুজোর সময়টা অর্থের দিকে খুব ভাল নয়। তবে মন চাইলে কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।

মীন– পুজোয় মীন রাশির ব্যক্তিদের খুব ভাল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। লটারি কেটে দেখতে পারেন।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement