—প্রতীকী ছবি।
বছরের পবিত্র সময়গুলির মধ্যে একটি হল দেবীপক্ষ। এই সময় দেবী দুর্গা মর্ত্যে তাঁর ভক্তদের আশীর্বাদ দান করতে আসেন বলে বিশ্বাস করা হয়। আশ্বিন মাসের শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয় দেবীপক্ষ, চলে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত। হিন্দু ধর্মে এই ১৫ দিনের মাহাত্ম্য বিশেষ। দেবীপক্ষ শুরু হয় মহালয়ায় এবং শেষ হয় কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনায়। এই সময় রাশি অনুযায়ী বিশেষ কিছু টোটকা পালনে ভাগ্যের হাল ফেরানো সম্ভব। জেনে নিন সেগুলি কী কী।
দেবীপক্ষের ১৫ দিন রাশি অনুযায়ী কী কী টোটকা মানবেন?
মেষ: দেবীপক্ষের ১৫ দিন যে কোনও শুভ কাজে যাওয়ার সময় মেষ রাশির ব্যক্তিরা লাল রঙের জামা পরে যেতে পারলে ভাল হয়। এরই সঙ্গে কাঁসার বাসনে খাবার গ্রহণ করুন। মুসুর ডাল ও গুড় দান করতে পারেন।
বৃষ: বৃষ রাশির জন্য শুভ হবে সাদা রঙের জামা। এই ১৫ দিন গায়ে অবশ্যই রুপোর কোনও কিছু পরে থাকুন। চাল ও চিনি দান করতে পারেন।
মিথুন: এই সময় মিথুন রাশির জাতক-জাতিকারা সবুজ রঙের জামা বেশি করে ব্যবহার করুন। এই রাশির মহিলারা হাতে সবুজ রঙের চুড়ি পরতে পারলে খুব ভাল হয়। সবুজ রঙের ডাল, বইখাতা ও পেন দান করতে পারেন।
কর্কট: কর্কট রাশির জাতকেরা এই ১৫ দিন রুপোর গ্লাসে জল খেতে পারলে খুব ভাল হয়। সাদা রঙের জামাকাপড় পরুন। দুগ্ধজাত দ্রব্য দান করতে পারেন।
সিংহ: তামার বাসনে খাবার গ্রহণে সিংহের ভাগ্যের উন্নতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। এরই সঙ্গে পরতে হবে লাল বা কমলা রঙের জামা। দান করতে হবে গম ও গুড়।
কন্যা: দেবীপক্ষের ১৫ দিন যে কোনও শুভ কাজে যাওয়ার সময় কন্যা রাশির ব্যক্তিরা হলুদ রঙের জামা পরে যেতে পারলে ভাল হয়। গরিব বাচ্চাদের বইখাতা দান করতে পারেন। এ ছাড়াও হলুদ দান করা যেতে পারে।
তুলা: তুলা রাশির ব্যক্তিরা এই সময় সাদা বা গোলাপি রঙের জামাকাপড় পরতে পারেন। এই সময় মা দুর্গাকে ধূপকাঠি ও সাদা রঙের মিষ্টি নিবেদনে বিশেষ ফলপ্রাপ্তি ঘটতে পারে।
বৃশ্চিক: এই সময় বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা লাল রঙের জামা বেশি করে ব্যবহার করুন। মা দুর্গাকে লাল রঙের ফুল, মুসুর ডাল ও সর্ষের তেল নিবেদন করুন। ভাগ্যের দারুণ উন্নতি ঘটবে।
ধনু: যে কোনও শুভ কাজে যাওয়ার আগে ধনু রাশির ব্যক্তিরা হলুদ রঙের জামা পরে যান। এরই সঙ্গে মাথায় হলুদের টিকা লাগিয়ে যেতে পারলে খুবই ভাল হয়। মা দুর্গার সামনে কেশর নিবেদন করতে পারেন। দারুণ ফল পাবেন।
মকর: অনেকেই কালো রংকে অশুভ মনে করেন। কিন্তু শনির রাশি মকরের জাতকদের এই সময় কালো রঙের জামা পরাই শুভ বলে মনে হচ্ছে। লোহার বাসনে খাবার খান। এরই সঙ্গে কালো তিল ও সর্ষের তেল দান করতে পারেন।
কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকারা দেবীপক্ষের ১৫ দিন নীল রঙের জামা বেশি করে ব্যবহার করুন। প্রতি দিন সন্ধ্যাবেলা ঠাকুরের আসনে সর্ষের তেল দিলে মাটির প্রদীপ জ্বালান। দুঃস্থ মানুষদের চাদর দান করতে পারেন।
মীন: দেবীপক্ষের ১৫ দিন যে কোনও শুভ কাজে যাওয়ার সময় মীন রাশির ব্যক্তিরা হলুদ রঙের জামা পরে যেতে পারলে ভাল হয়। এরই সঙ্গে মাথায় হলুদের টিকা লাগিয়ে যেতে পারেন। ভাগ্যের হাল ফেরাতে মা দুর্গাকে ফল (বিশেষ করে কলা) ও চাল নিবেদন করুন।