Astro Tips

পাঁচ জিনিস: খাবার টেবিলে রাখলেই হবে ঘোর অমঙ্গল! ছন্নছাড়া হবে জীবন, মাথাচাড়া দেবে পারিবারিক অশান্তি

খাবার টেবিলে নানা প্রকার জিনিস আমরা হামেশাই সাজিয়ে রাখি। কিন্তু এই কাজটি করা উচিত নয় বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৩
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

প্রায় সব বাড়িতেই খাবার টেবিলে খাওয়াদাওয়া সম্পর্কিত জিনিস বাদে আরও নানা জিনিস রাখা থাকে। বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত বাড়িতে তো এই ছবি হামেশাই দেখা যায়। কিন্তু জ্যোতিষীরা জানাচ্ছেন বেশ কিছু জিনিস খাবার টেবিলে রাখতে নেই। এতে বাস্তুর অকল্যাণ হয়। জেনে নিন সেগুলি কী কী।

Advertisement

কোন কোন জিনিস খাবার টেবিলে রাখতে নেই?

এঁটো বাসনপত্র: এঁটো বা ব্যবহৃত বাসন কখনও খাবার টেবিলে জমিয়ে রাখতে নেই। এতে বাস্তুর অকল্যাণ হয়। বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। বাড়ির সদস্যদের উন্নতি ব্যহত হয়।

Advertisement

পোড়া মোমবাতি: অনেকেই বাড়িতে সুগন্ধি মোমবাতি জ্বালাতে ভালবাসেন। খাবার টেবিলকে অনেকেই সুগন্ধি মোমবাতি দিয়ে সাজান। কিন্তু খেয়াল রাখতে হবে সেই মোমবাতি নিবে যাওয়ার পর যেন শীঘ্রই সেখান থেকে সরিয়ে ফেলা হয়। আধপোড়া বা পুড়ে যাওয়া মোমবাতি কখনও খাবার টেবিলে জমিয়ে রাখতে নেই।

কাঁটাযুক্ত গাছ: খাবার টেবিলে ভুলেও ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছ রাখা যাবে না। এতে বাড়ির শান্তি বিনষ্ট হয়, ঝগড়ার পরিমাণ বৃদ্ধি পায়। পরিবারের সদস্যদের মধ্যে বনিবনা কমতে থাকে বলে বিশ্বাস করা হয়।

পচা ফল: পচে যাওয়া ফলও খাবার টেবিলে জমিয়ে রাখা যাবে না। এতে বাড়ির সদস্যদের ঘন ঘন অসুস্থ হতে দেখা যায়। বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণও বৃদ্ধি পায়।

রসিদ: কোনও রসিদ খাবার টেবিলে জমিয়ে রাখতে নেই। এতে আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে হয় বলে বিশ্বাস করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement