ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
আমাদের জীবনের যে কোনও কাজ, যে কোনও সিদ্ধান্তের নেপথ্যেই আমাদের রাশি ও গ্রহের ভূমিকা রয়েছে। শাস্ত্রমতে, রাশি ও গ্রহই আমাদের চালিত করে। গ্রহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ভাগ্যের পরিবর্তন হতে দেখা যায়। প্রত্যেক মাসে সূর্য রাশি পরিবর্তন করে। জ্যোতিষশাস্ত্র মতে, সূর্যদেব ১৬ নভেম্বর নাগাদ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং গোচর করবে। এই গোচর কয়েকটা রাশির জন্য খুবই শুভ ফল নিয়ে আসতে চলেছে।
দেখে নেব সেই রাশিগুলো কী কী:
মেষ: সূর্যের গোচর মেষ রাশির ক্ষেত্রে খুবই শুভ ফল দেবে। আর্থিক উন্নতি লক্ষ্য করা যাবে। এ ছাড়া চাকরির জায়গায় নিজের স্থান মজবুত হবে। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন তা দ্রুত দূর হয়ে যাবে। গবেষণামূলক কাজে সাফল্য পেতে পারেন। বাবার কাছ থেকে কিছু সম্পত্তি পেতে পারেন। সাহস, আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে। সব দিক থেকে অপ্রত্যাশিত লাভ দেখতে পাবেন ঠিকই, তবে শরীরের দিকে বিশেষ নজর দিতে হবে। না হলে শারীরিক সমস্যার শিকার হতে হবে। প্রেমের দিকে এগোতে পারেন। পছন্দের মানুষকে মনের কথা বলার শুভ সময় দেখা যাচ্ছে।
সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত সুখের সময় আসতে চলেছে। যাঁরা বাড়ি-গাড়ি কিনবেন ভাবছেন, তাঁদের জন্য এটা খুবই শুভ সময়। এই সময় কিনে নিতে পারেন। মায়ের শারীরিক স্বাস্থ্যের উন্নতি দেখা যাবে। পরিবারের মাঝে শান্তি খুঁজে পাবেন। ঝামেলা-অশান্তি মিটে যাবে। শুরু হবে সুখের সময়। দাম্পত্য সুখ এবং প্রেমের সুখ বিদ্যমান থাকবে। চাকরির জায়গায় নিজের প্রতিপত্তি এবং সম্মান বজায় থাকবে। সহকর্মীরা আপনার সঙ্গ দেবেন।
মকর: সূর্যের গোচর মকর রাশির ব্যক্তিদের আয়ের দিকে খুবই শুভ ফল দিতে পারে বলে মনে করা হচ্ছে। এই রাশির ব্যক্তিদের আয়ের নতুন পথ খুলতে পারে। পুরনো পাওনা আদায় হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসা থেকে চাকরি, সব ক্ষেত্রেই শুভ দেখা যাচ্ছে। বিনিয়োগ ব্যবসায় লাভ দেখা যাবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। যাঁরা চাকরির সঙ্গে যুক্ত তাঁদের বেতন বৃদ্ধি পেতে পারে।