Sun in Anuradha Nakshatra November 2025

শনির নক্ষত্রে রবির প্রবেশ! দুই ‘শত্রু’র একসঙ্গে অবস্থানের ফলে রাগ ও দম্ভ বৃদ্ধি পাবে, ছারখার হবে তিন রাশির জীবন

জ্যোতিষমতে, সূর্য ও শনি হল একে অপরের শত্রু গ্রহ। এরা কাছাকাছি এলে ক্ষতি কেউ আটকাতে পারে না। বিভিন্ন রাশির ব্যক্তিদেরও এর খারাপ প্রভাবের ভাগিদার হতে হয়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৪:১৭
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোর্তিবিজ্ঞান মতে সূর্য একটি নক্ষত্র হলেও, জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহ হিসাবেই দেখা হয়। এর কারণ কোনও মানুষের জীবনে অন্যান্য গ্রহের যেমন প্রভাব থাকে, তেমনই প্রভাব দান করে সূর্য। সূর্যের সুপ্রভাবে এক জনের জীবনে যেমন সুখের অন্ত থাকে না, তেমনই সূর্যের কুফল দানের জন্য জীবন বিভীষিকাময় হয়ে যায়। অন্যান্য গ্রহের মতোই সূর্যও নির্দিষ্ট সময় অন্তর রাশি ও নক্ষত্র পরিবর্তন করে থাকে।

Advertisement

জ্যোতিষমতে, সূর্য ও শনি হল একে অপরের শত্রু গ্রহ। এরা কাছাকাছি এলে ক্ষতি কেউ আটকাতে পারে না। বিভিন্ন রাশির ব্যক্তিদেরও এর খারাপ প্রভাবের ভাগিদার হতে হয়। ১৯ নভেম্বর সূর্য বিশাখা নক্ষত্র ছেড়ে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। অনুরাধা হল শনিদেবের নক্ষত্র। সূর্যের অনুরাধায় প্রবেশের ফলে খারাপ সময় চলবে তিন রাশির ব্যক্তিদের। জেনে নিন তালিকায় কোন কোন রাশি রয়েছে।

কোন তিন রাশির খারাপ সময় চলবে?

Advertisement

বৃষ: অনুরাধা নক্ষত্রে সূর্যের গোচর বৃষ রাশির জীবন তছনছ করে দিতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যয় অতিরিক্ত বৃদ্ধি পাবে। কিন্তু আয় বাড়বে না। খরচ যতটা সম্ভব কমানোর চেষ্টা করুন। কথায় কথায় মাথা গরম করা যাবে না। তা হলে সমস্যা আরও বৃদ্ধি পাবে। যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রেও এর খারাপ প্রভাব পড়বে। সঙ্গীর সঙ্গে ঝামেলা লেগেই থাকবে। তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেবেন না। তা হলে পস্তাতে হবে।

মকর: শনির রাশি মকরেরও এই সময়টা ভাল যাবে না। কোনও কারণ ছাড়াই মকর রাশির ব্যক্তিদের অবসাদ গ্রাস করতে পারে বলে মনে করা হচ্ছে। মেজাজ খিটখিটে হয়ে থাকবে। বাবার সঙ্গে ঝামেলা হবে। ব্যক্তিগত সম্পর্কের উপরও প্রভাব পড়বে। সতর্ক না হলে সম্পর্কের বাঁধন ঢিলে হয়ে যাবে। এই রাশির ব্যক্তিদের বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। অফিসে কাজের চাপ বাড়তে পারে। মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন।

মীন: অনুরাধা নক্ষত্রে সূর্যের প্রবেশের ফলে মীন রাশির ব্যক্তিদের দম্ভ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাবে। এর ফলে ব্যক্তিগত সম্পর্কগুলিতে সমস্যা লেগেই থাকবে। কথায় রাশ না টানলে সম্পর্কের বাঁধন ছিড়ে গেলেও যেতে পারে। কর্মক্ষেত্রেও সমস্যার মুখে পড়তে পারেন। আপনার নেওয়া কোনও ভুল সিদ্ধান্তের জন্য সম্মানহানি হতে পারে। কঠিন সময়ে আত্মবিশ্বাস হারালে চলবে না। আপনার আত্মবিশ্বাস এবং ধৈর্যও আপনাকে এর থেকে মুক্তি দিতে পারবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement