Characteristic by Birth Month

জন্মমাস অনুযায়ী কেউ হন নির্ভীক, কেউ বিপজ্জনক, কেউ আবার সরল! আপনি কোন শ্রেণির অন্তর্গত দেখে নিন

শাস্ত্রমতে, মাস অনুযায়ী কোনও কোনও মানুষ খুব সরল প্রকৃতির হন, কেউ কেউ আবার নির্ভীক হন, অনেকে আবার হন বিপজ্জনক। জন্মমাস অনুযায়ী আপনি কোন শ্রেণির জেনে নিন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৪:৫৩
Share:

—প্রতীকী ছবি।

এক জন মানুষের জন্মসংখ্যা, রাশি প্রভৃতির উপর নির্ভর করে উক্ত ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে। অর্থাৎ, এক জন মানুষ কেমন প্রকৃতির হবেন সেটি অনেকটাই নির্ভর করে তাঁর রাশি ও জন্মসংখ্যার উপর। হাতের পাঁচটি আঙুল যেমন সমান হয় না, তেমনই পৃথক পৃথক মানুষের আচার-আচরণও হয় ভিন্ন ভিন্ন। কিন্ত একই রাশির মানুষদের মধ্যে কিছু না কিছু মিল পাওয়া যায়। তেমনই একই মাসে জন্মানো মানুষদের মধ্যেও কিছু ব্যাপারে অল্প হলেও মিল থাকে। শাস্ত্রমতে, মাস অনুযায়ী কোনও কোনও মানুষ খুব সরল প্রকৃতির হন, কেউ কেউ আবার নির্ভীক হন, অনেকে আবার হন বিপজ্জনক। জন্মমাস অনুযায়ী আপনি কোন শ্রেণির জেনে নিন।

Advertisement

জন্মমাস অনুযায়ী কে কেমন প্রকৃতির হন?

নির্ভীক: জন্মমাসের দিক দিয়ে বিচার করলে ইংরেজির ফেব্রুয়ারি, মে, অক্টোবর ও ডিসেম্বর, এই চার মাসে জন্মানো জাতক-জাতিকারা নির্ভীক প্রকৃতির হন। এঁরা কোনও কিছুকেই ভয় পান না। অন্যান্য সাধারণ মানুষের কাছে যা ভয়ের, এঁদের কাছে তা একেবারে তুচ্ছ বিষয়। যে কোনও কঠিন পরিস্থিতিকে এঁরা ঠান্ডা মাথায় সামলে নিতে পারেন। জীবনে ঝুঁকি নিতে এঁরা কখনও ভয় পান না।

Advertisement

সরল: ইংরেজির জানুয়ারি, জুন, অগস্ট ও নভেম্বর মাসে জন্মানো জাতক-জাতিকারা সাধারণত নিষ্পাপ মনের মানুষ হন। যে কোনও প্রকার ঝামেলা থেকে এঁরা নিজেদের দূরে রাখতে পছন্দ করেন। জটিল ভাবনার ফাঁদে এঁরা পা দেন না। এই চার মাসে জন্মানো মানুষেরা সাদাকে সাদা, কালোকে কালো বলতেই পছন্দ করেন। এঁরা নির্ঝঞ্ঝাট জীবন কাটাতে পছন্দ করেন।

বিপজ্জনক: ইংরেজির মার্চ, এপ্রিল, জুলাই ও সেপ্টেম্বর মাসে জন্মানো জাতক-জাতিকাদের সমঝে চলা ভাল। এঁরা বিপজ্জনক প্রকৃতির হন। নিরীহ মানুষকে বিপদে ফেলার ব্যাপারে এঁরা ওস্তাদ। লোকের কষ্ট দেখে এঁরা উৎকট আনন্দ পান। যে কোনও মানুষকে এঁরা প্যাচে ফেলতে পারেন। মানুষের বিপদে বা প্রয়োজনে এঁদের অন্যান্যদের তুলনায় কম পাশে পাওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement