Zodiac Signs as Worst Enemy

ঢিল ছুড়লে তৈরি থাকতে হবে পাটকেলের জন্যও! তিন রাশির সঙ্গে শত্রুতা করলে আখেরে পস্তাতে হবে নিজেকেই

শাস্ত্র বলছে, তিন রাশির ব্যক্তিদের সঙ্গে শত্রুতা করলে আখেরে পস্তাতে হবে আমাদেরকেই। কারণ সাধারণ মানুষ হিসাবে তাঁরা শান্ত স্বভাবের হলেও, শত্রু হিসাবে তাঁরা ভয়ঙ্কর।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ০৭:৪৯
Share:

—প্রতীকী ছবি।

আমাদের জীবনে থাকা প্রতিটি মানুষের সঙ্গেই যে আমাদের সম্পর্ক মধুর হয় তেমনটা নয়। অনেকেই আমাদের কাছের হন, অনেকের সঙ্গে আবার সম্পর্কের বাঁধন হয় হালকা। তেমন টান থাকে না, তাঁদের যাওয়া-আসাতেও তেমন কোনও প্রভাব আমাদের উপর পড়ে না। বহু মানুষকে আমরা আবার সহ্য করতে পারি না। জ্ঞাত হোক বা অজ্ঞাত, নানাবিধ কারণে অনেক মানুষেরই তাঁদের জীবনে থাকা বহু ব্যক্তিদের পোষায় না। সেই না পোষানো মানুষের দলে থাকা ব্যক্তিদের অনেকের সঙ্গে আবার সম্পর্ক এতই খারাপ হয় যে সেটি শত্রুতার পর্যায়ে পৌঁছিয়ে যায়। কিন্তু শাস্ত্র বলছে তিন রাশির ব্যক্তিদের সঙ্গে শত্রুতা করলে আখেরে পস্তাতে হবে আমাদেরকেই। কারণ সাধারণ মানুষ হিসাবে তাঁরা শান্ত স্বভাবের হলেও, শত্রু হিসাবে তাঁরা ভয়ঙ্কর। জেনে নিন তাঁরা কারা।

Advertisement

কোন তিন রাশির ব্যক্তিরা শত্রু হিসাবে বিপজ্জনক?

বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকারা এমনিতে শান্ত থাকতে পছন্দ করেন, তবে তাঁরা যদি এক বার চটে যান তা হলে তাঁদের রূপ হয় দুর্বাসা মুনির মতো। এঁদের সঙ্গে শত্রুতা করলে ফলাফল ভাল হয় না। শত্রুরা এঁদের কোনও ক্ষতি করার আগেই, এঁরা তাঁদের জীবন অতিষ্ঠ করে দেন।

Advertisement

কর্কট: কর্কটরাও শত্রু হিসাবে বিপজ্জনক। এই রাশির ব্যক্তিরা সাধারণত একটু আবেগপ্রবণ হন, চট করে কারও ক্ষতি করার জন্য ব্যস্ত হন না। কিন্তু এঁদের সঙ্গে শত্রুতা করলে, এঁরাও সেটির যোগ্য জবাব ফিরিয়ে দেন। শত্রুদের জন্য কোনও সহমর্মিতা কর্কটের মনে নেই। এঁদের যাঁরা খারাপ চান, তাঁদের জীবন তছনছ করার জন্য কর্কটেরা উঠেপড়ে লাগেন।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির ব্যক্তিরা প্রতিশোধপরায়ণ হন। আপনি যদি এঁদের সঙ্গে ভাল ভাবে মেশেন তা হলে এঁরা আপনার জন্য সব করতে রাজি আছেন। কিন্তু এঁদের সঙ্গে খারাপ ব্যবহার করলে বা শত্রুতা করলে, বৃশ্চিক সেটির শোধ তুলে তবে শান্ত হবেন। শত্রুদের ক্ষতি করার জন্য এঁরা যা কিছু করে ফেলতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement