—প্রতীকী ছবি।
জীবনে সত্যিকারের বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। যে কোনও বিপদে যেই মানুষটিকে পাশে পাওয়া যায়, যাঁকে মনের সব কথা খুলে বলা যায়, তিনিই হন প্রকৃত বন্ধু। এমন মানুষের সান্নিধ্য পাওয়ার ভাগ্য সকলের থাকে না। অনেকেই বন্ধু সেজে আমাদের সঙ্গে মিশলেও তাঁদের আসল উদ্দেশ্য হয় পিঠে ছুরি চালানো। অর্থাৎ, আমাদের ক্ষতি করার লক্ষ্য নিয়েই তাঁরা আমাদের সঙ্গে মেশেন, ক্ষতি করা হয়ে গেলে আর ফিরে তাকান না। তবে রাশিচক্রের পাঁচ রাশির মানুষদের সঙ্গে মিশলে প্রতারিত হওয়ার কোনও চিন্তা থাকে না। উপরন্তু, এঁরা বন্ধুর মুখে হাসি ফোটাতে অসাধ্য সাধন করতে পারেন।
কোন পাঁচ রাশির ব্যক্তিরা প্রকৃত বন্ধু হন?
বৃষ: সবচেয়ে নির্ভরযোগ্য রাশির মধ্যে সবার প্রথমেই রয়েছে বৃষ রাশি। এঁদের বিশ্বাস করে কখনও ঠকতে হয় না। এই রাশির ব্যক্তিরা এক বার কাউকে বন্ধু মনে করলে, জীবনের শেষ দিন অবধি তাঁর সঙ্গে বন্ধুত্ব রেখে চলার চেষ্টা করেন। কখনও, কোনও পরিস্থিতিতে বন্ধুকে কষ্ট দেওয়ার মতো কাজ এঁরা না করারই চেষ্টা করেন।
কর্কট: চাঁদ দ্বারা নিয়ন্ত্রিত কর্কট রাশির জাতক-জাতিকারা আবেগতাড়িত হন। এর ফলে তাঁরা নিজেদের বন্ধুদের মধ্যে এমন নানা ছোটখাটো জিনিস লক্ষ্য করেন যা অন্যান্য মানুষ করতে পারেন না। এই কারণে এই রাশির ব্যক্তিদের বন্ধুরাও এঁদেরকে ভালবাসেন। কর্কট রাশির ব্যক্তিরা নিয়মিত বন্ধুদের খোঁজখবর নেওয়ার সঙ্গে সঙ্গে যে কোনও দরকারে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য ছুটে যান।
সিংহ: সিংহ রাশির ব্যক্তিরা এক বার যদি কাউকে নিজের বন্ধু মনে করে ফেলেন, তা হলে পরিস্থিতি যা-ই হোক এঁরা উক্ত ব্যক্তির সঙ্গে বন্ধুত্বের বন্ধন নষ্ট হতে দেবেন না। যে কোনও পরিস্থিতিতে বন্ধুর সঙ্গ দেন সিংহ রাশির জাতক-জাতিকারা। বন্ধুর ভালতে খুশি হন, বন্ধুর খারাপ হলে দুঃখ পান। বন্ধুর সাফল্য উদ্যাপন করার ব্যাপারে সিংহ রাশির ব্যাক্তিরা কখনও কুণ্ঠাবোধ করেন না।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের চোখ বুজে বিশ্বাস করা যায়। এঁদের মতো ভাল মনের মানুষ খুব কম হয়। কাউকে কী ভাবে ঠকাতে হয় সেটা এঁদের জানাই নেই। তবে কাউকে সহজে বিশ্বাস করে বসেন না বৃশ্চিক রাশির ব্যক্তিরা। তবে এক বার যদি কাউকে নিজের বন্ধু মনে করেন, তা হলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উক্ত মানুষের আপদে-বিপদে এঁরা পাশে দাঁড়ান।
মকর: মকর রাশির জাতক-জাতিকাদের দেখে তেমন নির্ভরযোগ্য না মনে হলেও, মনের দিক দিয়ে তাঁরা খুবই ভাল। তাঁদেরকে ভরসা করে কখনও কাউকে ঠকতে হয় না। এঁরা মুখের উপর সত্যি কথা বলে দিতে পছন্দ করেন বলে বহু মানুষই এঁদের ভুল বোঝেন। কিন্তু মকর রাশির ব্যক্তিরা এক জন প্রকৃত বন্ধুর মতো সর্বদা আপনার পাশেই থাকবে।