Astrological Prediction

সাজগোজের ব্যাপারে এঁদের জুড়ি মেলা ভার! কেতাদুরস্থ থাকতে ও রাখতে পছন্দ করেন যে তিন রাশির ব্যক্তিরা

সাজটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। জ্যোতিষশাস্ত্র মতে তিনটি রাশির ব্যক্তিরা অন্যদের তুলনায় একটু বেশিই সাজগোজ করতে ভালবাসেন। জেনে নিন তাঁরা কারা।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৬:৩৯
Share:

—প্রতীকী ছবি।

রাশিচক্রের ১২টা রাশির বিভিন্নতা অনুযায়ী যেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্যের তারতম্য থাকে, তেমনই পছন্দ-অপছন্দের তালিকাতেও নানা বদল দেখা যায়। সেই দিক থেকে বিচার করলে, জ্যোতিষশাস্ত্রে সাজসজ্জার বিষয়েও বিশেষ আলোচনা করা হয়েছে। সাজসজ্জা করে থাকতে আমরা প্রায় সব মানুষই বেশ পছন্দ করি। অনেকে আছেন নিজে সাজতে খুব পছন্দ করেন, আবার অনেকে আছেন যাঁরা অন্যদের সাজতে দেখতে খুব পছন্দ করেন। অনেকে আবার খুব বেশি সাজতে পছন্দ করেন না, মোটামুটি ভাবে থাকতে পছন্দ করেন। সাজটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। জ্যোতিষশাস্ত্র মতে তিনটি রাশির ব্যক্তিরা অন্যদের তুলনায় একটু বেশিই সাজগোজ করতে ভালবাসেন। জেনে নিন তাঁরা কারা।

Advertisement

দেখে নেব কোন কোন রাশি সাজতে খুব পছন্দ করেন:

বৃষ– বৃষ রাশির মানুষেরা সাজসজ্জা করতে একটু বেশি পছন্দ করেন। তাঁদের মধ্যে বিলাসিতা এবং সৌন্দর্যবোধ খুব বেশি থাকে। দামি পোশাক, দামি গয়না এবং যে কোনও দামি সাজসজ্জার জিনিস ব্যবহার করতে তাঁরা খুবই পছন্দ করেন। এ ছাড়া এই রাশির মানুষেরা খুবই আরামপ্রিয় প্রকৃতির হয়ে থাকেন।

Advertisement

তুলা– তুলা রাশির মানুষেরাও সাজসজ্জা করতে খুবই পছন্দ করেন। তাঁরা সব সময় নিজেদের সুন্দর এবং আকর্ষণীয় দেখাতে ভালবাসেন। এই রাশির মানুষেরা অগোছালো থাকতে একদম পছন্দ করেন না। ঘরবাড়ি এবং নিজেকে সুন্দর করে রাখার ব্যাপারে তুলা রাশির ব্যক্তিরা পারদর্শী।

মীন– মীন রাশির মানুষেরা যে শুধু নিজেদের সাজাতেই পছন্দ করেন তা নয়, এঁরা এঁদের আশপাশের পরিবেশটাও খুব সুন্দর করে রাখতে চান। নিজের সাজসজ্জার ব্যাপারে এঁরা খুবই সচেতন। যে কোনও সামগ্রী এঁরা একটু দামি ব্যবহার করতেই ভালবাসেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement