—প্রতীকী ছবি।
কোনও মানুষ এক জন প্রেমিক বা প্রেমিকা হিসাবে কেমন, জীবনসঙ্গী হিসাবে কেমন, সেটা তাঁর জন্মছক বিচার করে বলে দেওয়া যায়। সকল ব্যক্তিরই রাশির উপর ভিত্তি করে তাঁর সম্বন্ধে নানা গোপন তথ্য জানিয়ে দেওয়া যায়। সাহায্য করে জ্যোতিষশাস্ত্র। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের তিন রাশি ভালবাসার দিক দিয়ে অন্যদের ছাপিয়ে যায়। তাঁদের মতো করে ভালবাসতে খুব কম মানুষই পারেন। পছন্দের মানুষের জন্য কোনও কিছুই করতে বাদ রাখেন না তাঁরা। কিন্তু সেই সকল রাশির বিপরীতে থাকা ব্যক্তি তাঁদের মন বুঝতে পারেন না। কারণ, তাঁরা একটু খামখেয়ালি প্রকৃতির হন। কথায় কথায় অভিমান করেন। মাথা দিয়ে নয়, মন দিয়ে সমস্ত ঘটনার বিচার করেন। জেনে নিন তাঁরা কারা।
কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকারা অত্যন্ত আবেগতাড়িত। এঁরা সর্বদা যাঁর সঙ্গে প্রেম করছেন, তাঁকে নিজের মতো করে গড়েপিটে নিতে চান। সেটা না হলেই বিপদ। কর্কটরা ভালবাসেন মন দিয়ে। এক বার যাঁকে ভালবাসেন, তাঁর সঙ্গেই সারাটা জীবন থাকতে চান। এঁদের সঙ্গে সম্পর্কে থাকতে গেলে এঁদের কথামতোই চলতে হবে। তবে, এই রাশির ব্যক্তিরা এঁদের সঙ্গীর প্রতি ভীষণ যত্নশীল হন। সঙ্গীর খেয়াল রাখা, তাঁদের খবর নেওয়ার ব্যাপারে এঁরা অন্যদের থেকে বেশ অনেকটা এগিয়ে থাকেন।
বৃশ্চিক: ভালবাসায় কোনও খামতি রাখেন না বৃশ্চিক রাশির মানুষেরা। বিশেষ মানুষটির জন্য করতে পারবেন না হেন কোনও কাজ নেই বৃশ্চিকের জন্য। কিন্তু সঙ্গীর কোনও ব্যাপারে যদি এঁরা কষ্ট পান, তা হলে এঁরা সেটি মুখে প্রকাশ করেন না। মনের মধ্যেই পুষে রেখে দেন। সঙ্গী যদি বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের রাগ ধরতে না পারে, তা হলে এঁদের রাগ আরও বেড়ে যায়। কিন্তু সঙ্গীকে চট করে ছেড়ে যাওয়ার ব্যাপারে এঁরা সহমত নন। এঁদের চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। কখনও কোনও বিষয়ে এঁরা কাউকে ঠকান না। অযথা মিথ্যা কথা বলা থেকেও বৃশ্চিক রাশির ব্যক্তিরা বিরত থাকেন।
মীন: সত্যিকারের ভালবাসা কাকে বলে সেটা মীন রাশির জাতক-জাতিকাদের থেকে শেখা উচিত। এঁরা নিজেদের ভালবাসার মানুষের প্রতি খুবই যত্নবান হন। মীন রাশির জাতক-জাতিকারা কাউকে এক বার ভালবেসে ফেললে সহজে সেই মানুষকে ভুলতে পারেন না। কিন্তু পান থেকে চুন খসলেই এঁদের মুখ হাঁড়ি হয়ে যায়। তখন সঙ্গীকে এঁদের মান ভাঙাতে হয়। মীন রাশির জাতক-জাতিকারা কিসে রাগ করেন, কিসে মজা পান সেটাও সর্বদা বুঝতে পারা যায় না।