Astro Tips for Keeping Wardrobe

ঘরে আয়না-সহ আলমারি রেখেছেন? এর ফল কতটা মারাত্মক হতে পারে জানেন?

ঘরে আলমারি রাখার বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেগুলি অবশ্যই মেনে চলা উচিত। না হলে মূল্যবান সম্পদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৮:০০
Share:

ছবি: মেটা এআই।

মূল্যবান ধনসম্পদ, জরুরি কাগজপত্র এবং জামাকাপড় রাখার কাজে আলমারি ব্যবহার করা হয়। কিন্তু আমরা অনেকেই জানি না যে, ঘরে আলমারি রাখার বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেগুলি অবশ্যই মেনে চলা উচিত। না হলে মূল্যবান সম্পদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। বাস্তুমতে, বিশেষ কিছু নিয়ম মেনে তবেই ঘরে আলমারি রাখা উচিত।

Advertisement

নিয়ম:

১) আলমারি কখনও সরাসরি ঘরের মেঝের উপর রাখতে নেই, সামান্য হলেও মাটি থেকে উঁচুতে আলমারি রাখতে হয়। কাঠের স্ট্যান্ড বানিয়ে সেটির ওপর আলমারি রাখতে পারলে ভাল হয়।

Advertisement

২) আলমারির দরজায় কাচ লাগানো থেকে বিরত থাকুন। আলমারির দরজায় যদি কাচ থাকে, তা হলে বাইরে থেকে যে কেউই আসুক না কেন তাঁর প্রতিচ্ছবি আলমারিতে দেখা যাবে। এটি হওয়া একেবারেই উচিত নয়। এ ছাড়া আলমারিতে লাগানো আয়নায় নিজেকে দেখা গেলেও ক্ষতি হতে পারে। এতে নিজের শরীর-স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে বলে মনে করা হয়।

৩) আলমারি এমন জায়গায় রাখুন যেখানে খুব সহজে হাওয়া-বাতাস চলাচল করতে পারে।

৪) বিছানার কাছ থেকে আলমারি কিছুটা হলেও দূরে রাখার চেষ্টা করুন।

৫) ঘরের জানলার পাশে আলমারি রাখা যাবে না। আলমারি খোলার সময় যেন কোনও ভাবে জানালা দিয়ে দেখা না যায় সে দিকে খেয়াল রাখতে হবে।

৬) আলমারি খোলা বা বন্ধ করার সময় যেন খুব বেশি শব্দ না হয়, এতে ধনসম্পদের স্থিতি হয় না।

৭) আলমারিতে অনেকেই জুতো রাখেন। এই কাজটি ভুলেও করবেন না। অমঙ্গল ঘটবে।

৮) আলমারিতে ফোটো অ্যালবাম রাখতে নেই।

৯) রান্নাঘরে কোনও ভাবেই আলমারি রাখা যাবে না।

১০) যতই প্রয়োজন হোক না কেন, বাইরের মানুষের সামনে কখনও নিজের আলমারি খুলতে নেই।

১১) আলমারি যেন সব সময় খুব পরিষ্কার-পরিছন্ন থাকে, সে দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement