—প্রতীকী ছবি।
আমাদের আশপাশে বহু মানুষই শান্ত, চুপচাপ থাকতে পছন্দ করেন। তাঁরা নিজেদের মতো থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু অনেকে তাঁদের এই চুপচাপ থাকার স্বভাবকে তাঁদের দুর্বলতা হিসাবে ধরে নেন। সেই ধারণার উপর ভিত্তি করে সেই সকল মানুষদের সঙ্গে অযথা দুর্ব্যবহার করেন, তাঁদের বিপদে ফেলার চেষ্টা করেন। কিন্তু এই চুপচাপ থাকা মানুষদের মধ্যে কেউ কেউ আছেন যাঁরা দেখতে শান্ত হলেও আসলে ভয়ঙ্কর। শাস্ত্র বলছে, রাশিচক্রের পাঁচ রাশি রয়েছে যাঁরা তাঁদের সঙ্গে কোনও ভুল হলে সেটিকে মনে পুষে রেখে দেন এবং পরে গিয়ে প্রতিশোধ নেন। ঘটনাটি ঘটার সময় তাঁরা হয়তো কোনও প্রতিক্রিয়া দেন না, তবে পরে গিয়ে তাঁরা শোধ ঠিকই তোলেন। জেনে নিন তাঁরা কারা।
রাশিচক্রের কোন পাঁচ রাশি অত্যন্ত প্রতিশোধপরায়ণ?
মেষ: মেষ রাশির জাতক-জাতিকারা অত্যন্ত জেদি হন। ভাল হোক বা খারাপ, যে কোনও ক্ষেত্রেই তাঁরা তাঁদের জেদটাকে কাজে লাগান। এই রাশির সঙ্গে কোনও খারাপ করা হলে এঁরা সেটির দ্বিগুণ বদলা নেওয়ার জন্য উঠেপড়ে লাগেন। তবে তাড়াহুড়ো করেন না। শান্ত মাথায় পরিকল্পনা করে প্রতিশোধ নেওয়ার ব্যাপারে এঁরা বিশ্বাসী।
কর্কট: এই রাশির ব্যক্তিরা যাঁদের পছন্দ করেন না, তাঁদের জীবন অতিষ্ঠ করে তোলেন। কর্কট রাশির জাতক-জাতিকারা অত্যন্ত ধূর্ত প্রকৃতির। প্রতিশোধ নেওয়ার ব্যাপারে এঁদের মতো ভয়ঙ্কর খুব মানুষই রয়েছেন। মানুষের খারাপ করার জন্য এঁরা বহু দূর যেতে পারেন। এই ব্যাপারে এঁদের কোনও করুণা কাজ করে না। এই রাশির ব্যক্তিদের কোনও খারাপ করলে মারাত্মক ফল ভোগ করতে হয়।
সিংহ: সিংহ রাশি ব্যক্তিদের মতো নিখুঁত প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা খুব কম মানুষই করতে পারেন। এঁরা অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ। ফলে এঁরা যদি এক বার কারোর ক্ষতি করবেন ভাবেন, তা হলে সেই ভাবনাকে বাস্তবের রূপ দিয়ে তবে এঁরা থামেন। যদি কেউ এঁদের প্রিয় কোনও জিনিস বা মানুষ কেড়ে নেন, তা হলে এঁরা ভয়াল রূপ ধারণ করেন। সিংহ রাশির ব্যক্তিরা কারোর ক্ষতি করে যত ক্ষণ না শান্ত হন, তত ক্ষণ থামেন না।
তুলা: অন্যায় সহ্য করতে পারেন না তুলা রাশির জাতক-জাতিকারা। এঁদের সঙ্গে বা এঁদের কাছের মানুষের সঙ্গে কেউ যদি কোনও ভুল করেন, তা হলে সেই মানুষের জীবন তছনছ করার ব্যাপারে এঁরা দু’বার ভাবেন না। উক্ত মানুষের খারাপ করার জন্য এঁরা যা কিছু করে ফেলতে পারেন। অন্যায়ের প্রতি এঁদের কোনও সহনশীলতা নেই। তবে তুলা রাশির খারাপ না করলে, এঁরাও আপনার কোনও ক্ষতি করবেন না।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা অত্যন্ত সংবেদনশীল। এঁরা ভালর ভাল, খারাপের খুবই খারাপ। এঁদের ক্ষতি করে কেউ কখনও পার পান না। এই রাশির মিষ্টি কথায় সকলে গলে যান, ফলে মানুষকে বোকা বানাতে এঁদের বেশি পরিশ্রম করতে হয় না। মানুষেরা সহজেই এঁদের ফাঁদে পা দিয়ে দেন এবং পরে গিয়ে পস্তান। তবে বৃশ্চিকের কোনও ক্ষতি না করলে এঁরা নিজেদের খারাপ রূপ দেখান না। প্রতিশোধ নেওয়ার ব্যাপারে এঁরা অত্যন্ত পরিকল্পনা করে এগোন।