—প্রতীকী ছবি।
ভালবাসা খুবই সুন্দর জিনিস। প্রাণীকুলের প্রায় সকলেই একটু ভালবাসা পাওয়ার জন্য মুখিয়ে থাকেন। সত্যিকারের ভালবাসা বিরল। সকলের ভাগ্যে সে সুখ জোটে না। বহু মানুষই তাঁদের পছন্দের মানুষের জন্য অনেক কিছু করেও শেষে গিয়ে দুঃখ পান। শাস্ত্র বলছে, সত্যিকারের ভালবাসা চেয়েও প্রতারিত হওয়ার তালিকায় রয়েছে তিন রাশি। এঁদের চারিত্রিক বৈশিষ্ট্য, রাশিগত প্রকৃতি প্রভৃতি এই সকল রাশির ব্যক্তিদের সত্যিকারের ভালবাসার থেকে দূরে রেখে দেয়।
কোন তিন রাশি সত্যিকারের ভালবাসা পান না?
কর্কট: রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট নিজেদের সব দিয়ে ভালবাসেন, বদলে পান না কিছুই। সত্যিকারের ভালবাসার খোঁজে এঁরা অনেক কিছুই করে থাকেন, কিন্তু নির্ভেজাল প্রেম এঁদের কাছে ধরা দেয় না। শেষে গিয়ে এই রাশির মানুষেরা নিজেদের চারিপাশে একটি দেয়াল তৈরি করে নেন। যার ফলে সত্যিকারের ভালবাসা এঁদের কাছে চেয়েও পৌঁছোতে পারে না। কর্কট রাশির ব্যক্তিরা সঙ্গীর উপর নির্ভরশীল হয়ে পড়েন, সেই কারণেও এঁদের সঙ্গীরা অনেক সময় বিরক্ত হয়ে ছেড়ে চলে যান।
কন্যা: সত্যিকারের ভালবাসা পাওয়ার ব্যাপারে কন্যা রাশির ব্যক্তিদের ভাগ্যও খারাপ। এই রাশির ব্যক্তিরা সর্বদা সব কিছু নিখুঁত ভাবে করতে চান। যে কোনও পরিস্থিতি নিয়ে এঁরা বেশি ভেবে ফেলেন, ফলত মুশকিলেও বেশি পড়েন। অতিরিক্ত ভাবনার উপর ভর করে এই রাশির ব্যক্তিরা সঙ্গীকে সন্দেহ করেন। সেই কারণেও অনেক সময় ভালবাসা এঁদের থেকে দূরে চলে যায়। কন্যা রাশির ব্যক্তিরা সঙ্গীর ভাল গুণগুলিকে উপেক্ষা করেন, বদলে খারাপ গুণগুলিতে বেশি জোর দেন। সেই কারণেও এই রাশির ব্যক্তিদের সঙ্গীরা মনক্ষুণ্ণ হন।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির ব্যক্তিরা আবেগপ্রবণ হন। আবেগের উপর ভিত্তি করেই এঁরা যে কোনও পরিস্থিতি বিচার করেন। তাঁদের এই অতিরিক্ত আবেগ সকল মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না। এই রাশির ব্যক্তিরা চট করে কাউকে বিশ্বাস করতে পারেন না। মানুষের সত্যতা যাচাই করার জন্য এঁরা নানা রকম কাজ করে থাকেন, যাতে বিপরীত প্রান্তে থাকা মানুষটিকে অস্বস্তিতে পড়তে হয়। এই সকল নানা কারণে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা সত্যিকারের ভালবাসা খুঁজে পান না।