Nail Biting Astrology

দাঁত দিয়ে নখ কাটলেই ঘটবে অঘটন! কোষ্ঠীতে ঘনাবে অমঙ্গলের ছায়া, গ্রাস করবে অভাব-অনটন-দুর্দশা

নখ কামড়ালে সেটির প্রভাব শুধু আমাদের স্বাস্থ্যে পড়ে না। জ্যোতিষমতে আরও অনেক ক্ষতি হয়। কুপ্রভাব পড়ে আমাদের গ্রহের উপরেও। জানেন, কী কী ক্ষতি হয়?

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৫:০৫
Share:

—প্রতীকী ছবি।

বহু মানুষেরই নখ খাওয়ার মতো বদভ্যাস রয়েছে। খারাপ জানা সত্ত্বেও দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস বহু মানুষই ছাড়তে পারেন না। বাচ্চাদের তাও বকে-ধমকে ছাড়ানো যায়, তবে বড়রা দাঁত দিয়ে নখ কাটা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারেন না। এই অভ্যাস যে কেবল শরীরের ক্ষতি করে সেটা নয়। জন্মছকেও এর কুপ্রভাব পড়ে।

Advertisement

দাঁত দিয়ে নখ কাটার ফলে কী কী ক্ষতি হয়?

১. নখ কামড়ানোর ফলে শনির কুনজরের শিকার হতে হয়। জন্মছকে শনির খারাপ প্রভাব পড়ে।

Advertisement

২. শাস্ত্রমতে, নখ কামড়ানোর ফলে অর্থের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। সংসারে অভাব-অনটন দেখা দেয়।

৩. কেবল শনি নয়, নখ কামড়ানোর ফলে রাহু এবং কেতুও রুষ্ট হয়। এর প্রভাবে জীবনে দুঃখের অন্ত থাকে না। জীবন সব দিক থেকে দুর্বিষহ হয়ে ওঠে।

৪. বিশ্বাস করা হয়, নখ কামড়ানোর ফলে স্বয়ং মা লক্ষ্মী রুষ্ট হন। এর ফলে অর্থের সমস্যা পিছু ছাড়তে চায় না।

৫. নখ কামড়ানোর ফলে জন্মছকে রবির স্থানও দুর্বল হয়। এর কুপ্রভাব পড়ে আমাদের পেশাক্ষেত্রের উপর। চাকরি হোক বা ব্যবসা, কোনও ক্ষেত্রেই সাফল্য লাভ করা যায় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement