Success by relocation

মাতৃভূমিতে ‘ঝিমিয়ে থাকে’ পেশার ভাগ্য, জেগে ওঠে প্রবাসে গেলে! যে ছয় রাশির ভাগ্য ঘোরে বিদেশের মাটি ছুঁলে

জন্মভূমিতে থেকে পেশাক্ষেত্রে সফলতা পান না, তবে জন্মভূমি থেকে দূরে গেলে উন্নতি কেউ আটকাতে পারেন না। তালিকায় রয়েছে ছয় রাশি।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১১:২৩
Share:

—প্রতীকী ছবি।

একটা বয়সের পর সকলেই নিজের পায়ে দাঁড়াতে চান, সফলতার স্বাদ চেখে দেখতে চান। কিন্তু পুরো ছাত্রজীবন মন দিয়ে পড়াশোনা করে, পরীক্ষায় ভাল নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েও পেশাক্ষেত্রে নাম করতে পারেন না অনেকে। এর ফলে হতাশাগ্রস্তও হয়ে পড়েন। চাকরি পেলেও বেতন মনের মতো হয় না। এ সবের মূলে থাকতে পারে জন্মছকে গ্রহের অশুভ অবস্থান। এ ছাড়াও, কয়েকটি রাশি রয়েছে যাঁরা জন্মস্থানে, অর্থাৎ নিজের শহর বা দেশে থেকে সাফল্য লাভ করেন না।

Advertisement

রাশিচক্রের নির্দিষ্ট ছয় রাশি রয়েছে যাঁরা যে দেশে বা শহরে জন্মান, সেখানে থেকে সফলতার শিখরে পৌঁছোতে পারেন না। উপরন্তু, জন্মস্থান থেকে দূরে গিয়ে চাকরি বা ব্যবসা করলে তাঁরা সহজেই সাফল্য লাভ করতে পারেন। মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, কুম্ভ ও মীন— এই ছয় রাশির জাতক-জাতিকারা সাধারণত নিজের দেশে বা শহরে পেশাক্ষেত্রে সাফল্য পেতে গিয়ে হিমশিম খান। সকলের জন্য সব জায়গা শুভ হয় না। শাস্ত্রমতে মনে করা হচ্ছে, এই ছয় রাশির চাকরিজীবনের জন্য তাঁদের জন্মস্থানের মাটি শুভ নয়।

কিন্তু সকলের পক্ষে সর্বদা জন্মস্থান, পরিবার-পরিজন ছেড়ে বাইরে চলে যাওয়া সম্ভব নয়। সে ক্ষেত্রে দু’টি জিনিস মাথায় রেখে চলতে হবে।

Advertisement
  • জন্মস্থানে থেকে চাকরি করতে গেলে বাগানের শখ রাখতে হবে। অর্থাৎ, ধরিত্রীকে খুশি করতে পারলে আপনারও ভাগ্য বদলাতে বেশি দিন সময় লাগবে না। বসুন্ধরার উর্বরতা বৃদ্ধিতে আপনাকে সেটির খেয়াল রাখতে হবে। এতে আপনারও ভাগ্যের উন্নতি ঘটবে।
  • দেশীয় সংস্থার হয়ে কাজ না করে, বিদেশি সংস্থার জন্য কাজ করার চেষ্টা করুন। বর্তমান যুগে উন্নত পরিষেবা ব্যবস্থার জন্য বাড়িতে বসে বা নিজের জন্মভূমিতে থেকেই অন্যান্য জায়গার সংস্থার জন্য কাজ করা যায়। সেই রকমই কোনও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাজ করুন। সাফল্য পেতে অসুবিধা হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement