—প্রতীকী ছবি।
একটা বয়সের পর সকলেই নিজের পায়ে দাঁড়াতে চান, সফলতার স্বাদ চেখে দেখতে চান। কিন্তু পুরো ছাত্রজীবন মন দিয়ে পড়াশোনা করে, পরীক্ষায় ভাল নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েও পেশাক্ষেত্রে নাম করতে পারেন না অনেকে। এর ফলে হতাশাগ্রস্তও হয়ে পড়েন। চাকরি পেলেও বেতন মনের মতো হয় না। এ সবের মূলে থাকতে পারে জন্মছকে গ্রহের অশুভ অবস্থান। এ ছাড়াও, কয়েকটি রাশি রয়েছে যাঁরা জন্মস্থানে, অর্থাৎ নিজের শহর বা দেশে থেকে সাফল্য লাভ করেন না।
রাশিচক্রের নির্দিষ্ট ছয় রাশি রয়েছে যাঁরা যে দেশে বা শহরে জন্মান, সেখানে থেকে সফলতার শিখরে পৌঁছোতে পারেন না। উপরন্তু, জন্মস্থান থেকে দূরে গিয়ে চাকরি বা ব্যবসা করলে তাঁরা সহজেই সাফল্য লাভ করতে পারেন। মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, কুম্ভ ও মীন— এই ছয় রাশির জাতক-জাতিকারা সাধারণত নিজের দেশে বা শহরে পেশাক্ষেত্রে সাফল্য পেতে গিয়ে হিমশিম খান। সকলের জন্য সব জায়গা শুভ হয় না। শাস্ত্রমতে মনে করা হচ্ছে, এই ছয় রাশির চাকরিজীবনের জন্য তাঁদের জন্মস্থানের মাটি শুভ নয়।
কিন্তু সকলের পক্ষে সর্বদা জন্মস্থান, পরিবার-পরিজন ছেড়ে বাইরে চলে যাওয়া সম্ভব নয়। সে ক্ষেত্রে দু’টি জিনিস মাথায় রেখে চলতে হবে।