শ্রী শ্রী শ্যামাপূজা ও অলক্ষ্মীপূজার সময়সূচি

দক্ষরাজ আয়োজিত যজ্ঞে দেবী পার্বতী বিনা আমন্ত্রণে যাওয়ার ইছাপ্রকাশ করেন। দেবাদিদেব মহাদেব বাধা দিলে ক্রুদ্ধ দেবী দশমহাবিদ্যার রূপ ধরেন। মা কালী দশমহাবিদ্যার প্রথম দেবী।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২০ ০০:০৪
Share:

দক্ষরাজ আয়োজিত যজ্ঞে দেবী পার্বতী বিনা আমন্ত্রণে যাওয়ার ইছাপ্রকাশ করেন। দেবাদিদেব মহাদেব বাধা দিলে ক্রুদ্ধ দেবী দশমহাবিদ্যার রূপ ধরেন। মা কালী দশমহাবিদ্যার প্রথম দেবী।

Advertisement

দেখে নেওয়া যাক এ বারের শ্রী শ্রী শ্যামাপূজা সময়সূচি—

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্চিকা মতে—

Advertisement

অমাবস্যা তিথি আরম্ভ

বাংলা তারিখ– ২৮ কার্তিক, শনিবার

ইংরেজি তারিখ– ১৪ নভেম্বর, শনিবার

সময়– দুপুর ২টো ১৮ মিনিট

অমাবস্যা তিথি শেষ

বাংলা তারিখ– ২৯ কার্তিক, রবিবার

ইংরেজি তারিখ– ১৫ নভেম্বর, রবিবার

সময়– সকাল ১০টা ৩৭ মিনিট

২৮ কার্তিক (১৪ নভেম্বর) শনিবার অমাবস্যার নিশিপালন ও শ্রী শ্রী শ্যামাপূজা দীপাবলি

সন্ধ্যা ৪টা ৫০ মিনিট থেকে ৬টা ২৬ মিনিট মধ্যে শ্রী শ্রী মহালক্ষ্মী ও শ্রী শ্রী অলক্ষ্মী পূজা

দুপুর ২টো ১৪ মিনিটের মধ্যে পুন্যতরা স্নানদানাদি আচারাৎ চতুর্দশ শাক ভক্ষণম

আরও পড়ুন: জ্যোতিষ শাস্ত্র মতে কখন গৃহ নির্মাণ শুরু করবেন না

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে—

অমাবস্যা তিথি আরম্ভ

বাংলা তারিখ– ২৮ কার্তিক, শনিবার

ইংরেজি তারিখ– ১৪ নভেম্বর, শনিবার

সময়– দুপুর ১টা ৩৮ মিনিট ৪১ সেকেন্ড

অমাবস্যা তিথি শেষ

বাংলা তারিখ– ২৯ কার্তিক, রবিবার

ইংরেজি তারিখ– ১৫ নভেম্বর, রবিবার

সময়– সকাল ১১টা ১৭ মিনিট ৪৭ সেকেন্ড

২৮ কার্তিক (১৪ নভেম্বর) শনিবার অমাবস্যার নিশিপালন ও শ্রী শ্রী শ্যামাপূজা দীপাবলি।

সন্ধ্যা ৪টে ৪৯ মিনিট ০৯ সেকেন্ড থেকে ৬টা ২৫ মিনিট ০৯ সেকেন্ডের মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা।

দুপুর ১টা ৩৮ মিনিট ৪১ সেকেন্ডের মধ্যে চতুর্দশীর উপবাস, চতুর্দশ শাক ভক্ষণম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন