Vastu Shastra

জীবনে হঠাৎ অর্থের প্রয়োজন হলে এই টোটকায় লাভবান হবেন

জীবনে অর্থের প্রয়োজন এবং অভাব কখন আসে তা আমরা কেউ জানি না। কখনও যথেষ্ট অর্থ আমাদের কাছে থাকে, আবার কখনও অর্থের অভাব হয়। জীবনে এমন সময়ও আসে যখন অক্লান্ত পরিশ্রম করার পরেও অর্থের অভাব এসে যায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ ০৮:৩৪
Share:

প্রতীকী চিত্র।

জীবনে অর্থের প্রয়োজন এবং অভাব কখন আসে তা আমরা কেউ জানি না। কখনও যথেষ্ট অর্থ আমাদের কাছে থাকে, আবার কখনও অর্থের অভাব হয়। জীবনে এমন সময়ও আসে যখন অক্লান্ত পরিশ্রম করার পরেও অর্থের অভাব এসে যায়। জীবনে উপার্জনের সঙ্গে অর্থ সঞ্চয় করারও তাই বিশেষ প্রয়োজন রয়েছে।

Advertisement

আমাদের জীবনে এমন সময়ও আসে যখন আমাদের খুব বেশি পরিমাণে অর্থের প্রয়োজন হয়। ঠিক সেই সময় এই টোটকা বা উপাচারটি করতে পারলে কিছুটা হলেও উপকার পাওয়া যাবে।

টোটকা

Advertisement

যে কোনও মাসের যে কোনও শনিবার এই টোটকাটি করা যেতে পারে। শনিবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই কাজটি করতে হবে। শনিবার সকালে দুটো অশ্বত্থ পাতা জোগাড় করতে হবে। তবে দেখতে হবে অশ্বত্থ পাতা দুটো যেন একেবারে নিখুঁত হয়।

তার পর সেই দিন দোকান থেকে একটা তালা চাবি কিনে আনতে হবে। অবশ্যই মনে রাখতে যেন তালা কেনার সময় যেন দরাদরি না করা হয়। দোকানদার যা দাম বলবে তাই দাম দিয়েই কিনতে হবে এবং কেনার সময় দেখতে তালাটা কী অবস্থায় রয়েছে, বন্ধ না খোলা। যদি খোলা থাকে তা হলে দোকানেই তালাটা বন্ধ করে তার পর বাড়িতে আনতে হবে।

এর পর রাতে শোয়ার সময় অশ্বত্থ পাতা দুটোর ওপর তালাটা রেখে বালিশের নীচে রাখতে হবে এবং ঘুমিয়ে পড়তে হবে। পরের দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যে কোনও মন্দিরে অশ্বত্থ পাতা এবং তালাটা নিয়ে গিয়ে যে ভাবে রাতে বালিশের নীচে রাখা হয়েছিল সে ভাবে রেখে মনস্কামনা জানিয়ে বাড়ি ফিরে আসতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন