Astrological Tips

দীপাবলির দিন বাস্তুদোষ কাটাতে জ্যোতিষশাস্ত্র মতে কোন টোটকা করতে হবে?

দীপাবলির দিনটি অত্যন্ত শুভ। এই দিন বিশেষ কিছু টোটকা রয়েছে, যা করলে জীবনে খুবই উপকার পাওয়া যায়।

Advertisement

শ্রীমতী অপালা

কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ১৮:১৭
Share:

দীপাবলি মানেই চারদিক আলোয় আলোয় ভরে ওঠা। প্রতীকী ছবি।

২৪ অক্টোবর, সোমবার দীপাবলি। দীপাবলি মানেই চারদিক আলোয় আলোয় ভরে ওঠা। এই দিন মানুষ তাঁদের বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করে আলোয় সাজিয়ে তোলে। জ্যোতিষবিদরা বলছেন, এই দিনটা অত্যন্ত শুভ। এই দিন বিশেষ কিছু টোটকা রয়েছে, যা করলে জীবনে খুবই উপকার পাওয়া যায়।

Advertisement

টোটকা-

Advertisement

১) দীপাবলির দিন ঘরের ঠাকুরের সামনে অবশ্যই একটা পঞ্চমুখী প্রদীপ জ্বালুন। এই প্রদীপটা সর্ষের তেল দিয়ে নয়, ঘি বা তিলের তেল দিয়ে জ্বাললে খুব ভাল ফল পাওয়া যায়।

২) এই দিন প্রদীপের মধ্যে একটি নিখুঁত লবঙ্গ দিয়ে প্রদীপটা জ্বালুন। লবঙ্গের ধোঁয়ায় বাস্তু দোষ কেটে যায় বলে মানা হয়।

৩) দীপাবলির দিন ঘরে এই কয়েকটা ভাঙা জিনিস একেবারেই রাখতে নেই, যেমন ভাঙা খাট, ভাঙা বা বন্ধ ঘড়ি, ভাঙা আয়না বা যে কোনও ভাঙা কাচের জিনিস, ভাঙা ঠাকুরের মুর্তি, ভাঙা বাসনপত্র। এই সকল ভাঙা জিনিসগুলি ঘরে থাকলে তা অবশ্যই ফেলে দিন।

৪) দীপাবলির আগে অবশ্যই বাড়ির ছাদ পরিষ্কার করুন। এ দিন যেন ছাদে কোনও রূপ নোংরা আবর্জনা না থাকে। এবং ছাদে অবশ্যই প্রদীপ জ্বালুন।

৫) বাড়িতে যদি ছেঁড়া জুতো থাকে এবং কোনও নষ্ট বৈদ্যুতিন জিনিস থাকে, তা এই দিন বাড়ির বাইরে ফেলে দিন।

৬) দীপাবলির দিন রাতে ঠাকুরের সামনে শ্রী লিখে তাঁর ওপর একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ২১বার শ্রী মন্ত্রটা জপ করুন।

৭) যাঁরা খুবই অর্থ কষ্টে ভুগছেন, তাঁরা একটি লাল কাপড়ে অল্প সিঁদুর, কয়েকটি গাঁট হলুদ এবং পাঁচটি কড়ি একত্রে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন।

৮) এই দিন কোনও বিবাহিত মহিলাকে আলতা সিঁদুর এবং কিছু প্রসাধনী সামগ্রী দান করুন, এতে আর্থিক উন্নতি ঘটবেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন