বাড়িতে অতিথি আসলে তাঁদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। খুব বেশি বিবাদের আশঙ্কা রয়েছে।
নিজের দোষে আজ কর্মক্ষেত্রে সম্মানহানি হতে পারে। নিজের শরীরের যত্ন নিতে হবে। আয় আজ খুব ভাল হবে, ব্যয় ততটা হবে না। কোনও বিবাহে অংশগ্রহণ করতে হতে পারে। মায়ের ব্যবহারে মনঃকষ্ট বাড়তে পারে। পরিবারের এক জনের মন পাবেন তো অন্য জন অসন্তোষ দেখাবে।